Ajker Patrika

দমকল কর্মী হওয়ার সংগ্রাম

মোশারফ হোসেন, ঢাকা
আপডেট : ২০ মে ২০২২, ১২: ৫১
দমকল  কর্মী  হওয়ার  সংগ্রাম

জর্জিয়া নোলানের ইচ্ছে বড় হয়ে সে ফায়ার সার্ভিসের একজন কর্মী হবে। বাবার মতো দেশের মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়বে। খুব ছোট থাকতেই ফায়ার সার্ভিসে বাবার কাজ দেখে অনুপ্রাণিত হয় জর্জিয়া।

১৯৩০ সাল। জর্জিয়া যে শহরে বাস করে, সেটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সে সময় নারীদের ফায়ার সার্ভিসে কাজ করা নিষিদ্ধ ছিল। একমাত্র পুরুষেরাই ফায়ার সার্ভিসে কাজ করতে পারত। এমন অদ্ভুত নিয়মের কারণে জর্জিয়ার মন ভেঙে যায়। সে বুঝে উঠতে পারে না তার কী করা উচিত।

এমনই একসময় শহরের একটি থিয়েটারে কয়েকবার আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেক কর্মী নিখোঁজ হতে শুরু করে। সবার মনে আতঙ্ক জাগে। এ সময় জর্জিয়া সিদ্ধান্ত নেয় সে ছেলেদের ছদ্মবেশ ধরে ফায়ার সার্ভিসে যোগ দেবে। যেই ভাবা সেই কাজ। সে যে টিমে যোগ দেয় তাদের কাজ হচ্ছে, থিয়েটারে বারবার আগুন দেওয়া লোকটাকে থামানো। আর তার বাবা এই টিমের প্রধান। যেভাবেই হোক জর্জিয়াকে পরিচয় গোপন করে চালিয়ে যেতে হবে এই অভিযান। পরিচয় ফাঁস হলেই ফায়ার সার্ভিসের কাজ করার স্বপ্ন নিমেষেই চুরমার হয়ে যাবে।

জর্জিয়া কি শেষ পর্যন্ত নিজের পরিচয় লুকিয়ে রাখতে পেরেছিল? কী হয়েছিল তার?

এসব প্রশ্নের উত্তর পেতে চাইলে এখনই দেখে নাও থিওডোর টাই ও লরেন্ট জেইটনের সিনেমা ‘ফায়ারহার্ট’। সিনেমাটি মুক্তি পায় এ বছরের ফেব্রুয়ারি মাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত