Ajker Patrika

প্রচারেও অসচেতন মানুষ

রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৫
প্রচারেও অসচেতন মানুষ

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে রাঙামাটি জেলা প্রশাসন। মাস্ক নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন বলেছেন, করোনার নমুনা পরীক্ষার হার কমার বিপরীতে শনাক্তের সংখ্যা বেড়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দেশে করোনা শনাক্ত শুরুর পর সর্বশেষ জেলা হিসেবে আক্রান্ত হয় রাঙামাটি। এরপর ভালোভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। কিন্তু সময়ের সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা তৈরি হয়েছে। কমে গেছে করোনার নমুনা পরীক্ষার প্রবণতা। সম্প্রতি এই হার একেবারে কমে যায়। এরই মধ্যে শীতের শুরু থেকে করোনা শনাক্তের হার বাড়ছে।

এদিকে রাঙামাটিকে করোনার উচ্চ ঝুঁকিসম্পন্ন জেলা চিহ্নিত করা হলেও মানুষের মধ্যে সচেতনতা নেই। শহরের রাস্তায়, বাজার, অফিস-আদালতে উপস্থিত অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। জেলার সংবাদকর্মী সাখাওয়াত হোসেন রুবেল বলেন, রাস্তাঘাটে অসংখ্য মানুষ মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও মানুষের মধ্যে সচেতনতা নেই।

রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত ১৫ দিনে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এর আগে গত ডিসেম্বরে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষের মাঝে নমুনা দেওয়ার প্রবণতা কমেছে। এতে করে শনাক্তের হার বেড়েছে। করোনা মোকাবিলায় সব প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের আছে।’

এদিকে রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর মানুষের মাস্ক পরা নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে চালানো হচ্ছে মাইকিং। পর্যটন স্পটগুলো বাড়তি নজরদারি করতে নির্দেশনা দিয়েছে প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন, ‘আমাদের নিয়মিত মোবাইল কোর্ট মাঠে আছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের যা করণীয়, তা করছে। সব উপজেলা বার্তা পাঠানো হয়েছে।’

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ জনের। এ থেকে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ। জেলায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।

এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটি জেলাকে ‘রেড জোন’ হওয়ার পর কাপ্তাইয়ে সচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদর ও বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

অভিযানে একটি ভ্রাম্যমাণ দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া ৪টি মামলায় মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় সচেতনতামূলক প্রচার ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত