Ajker Patrika

নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১: ২৭
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

নড়াইলের জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত বুধবার রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ১৪১২ (বাংলা) সালে নড়াইল শহরের রূপগঞ্জ হাট ইজারা দুর্নীতি মামলায় যশোর স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ বছরের ১৭ ফেব্রুয়ারি এক রায়ে সোহরাব বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। বর্তমানে তিনি এ মামলায় জামিনে রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালীন আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আসামিরা হাট বাজার ইজারা দেয় ১৪১২ (বাংলা) সালে। আসামিরা নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে ৭ লাখ ৮১ হাজার ২০ টাকা ও ১৪১১ সালে একই হাট ৪ লাখ ৪১ হাজার টাকা আদায় করে। সর্বমোট ১২ লাখ ২২শ ৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে তারা আত্মসাৎ করে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী দুর্নীতি প্রতিরোধ আইনে ২০০৮ সালে নড়াইল সদর থানায় মামলা করেন।

অব্যাহতি পাওয়া জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেনকে ফোন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত