Ajker Patrika

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

যশোরের অভয়নগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত রোববার দিবাগত রাতে উপজেলার নওয়াপাড়া বাজারে অভয়নগর থানা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্যা (৩৫) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোস্তাফিজুর রহমান উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামের সাঈদ মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নওয়াপাড়া বাজার খেয়াঘাট সংলগ্ন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১৬ ডিসেম্বর উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঙ্গে অপর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাকির পক্ষের সঙ্গে জনি পক্ষের সংঘর্ষ শুরু হলে মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে জখম করেন জাকিরের সমর্থকেরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যার পর বিজয় দিবসের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত