Ajker Patrika

যুবলীগ নেতা শুভর দাফন সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৩২
যুবলীগ নেতা শুভর দাফন সম্পন্ন

পিরোজপুর সদর উপজেলায় নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজের ইমামতি করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি জোবায়ের আহমেদ।

প্রায় ৫ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা। জানাজা শেষে তাঁকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত ৭ নভেম্বর রোববার নির্বাচনী সভা থেকে শহরে ফেরার পথে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্ট্যান্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন শুভর ওপর হামলা করে। তাঁদের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত সোমবার রাত ১১টায় মৃত্যুবরণ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত