Ajker Patrika

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি চলছে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৪৬
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। গতকাল শনিবার সকালে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপির অনেক আইনজীবী আছেন তাঁরা আদালতে দ্বারস্থ হতে পারেন। কিন্তু বেগম জিয়ার মুক্তি অথবা চিকিৎসা চান না বিএনপি। বরং তাঁর অসুস্থতাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী। জেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত