Ajker Patrika

বৈধতা পেলেন ১১ প্রার্থী, বাতিল ১

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
বৈধতা পেলেন ১১ প্রার্থী, বাতিল ১

নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাতিল হওয়া ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন বৈধতা পেয়েছেন। একই সঙ্গে সাধারণ সদস্য পদে বাতিল হওয়া ৫ প্রার্থী আপিলের মাধ্যমে বৈধতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। গত শনিবার আপিলের শেষ দিনে তাঁরা এ বৈধতা পান।

রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আপিলে চেয়ারম্যান পদে রামনারায়ণপুর ইউপির গাজী গোলাম মহিউদ্দিন; পরকোটে টিপু সুলতান পাটোয়ারি, মো. তাওহিদুল ইসলাম, শাহিন ও মো. মাইন উদ্দিন শেখ; পাঁচগাঁওতে শিব্বির আহম্মদ বৈধতা পেয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে হাটপুকুরিয়া ঘাটলাবাগের ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, মোহাম্মদপুরের ২ নম্বর ওয়ার্ডের মো. বেলাল হোসেন, পাঁচগাঁওতে ৫ নম্বর ওয়ার্ডের মো. কালাম, পরকোটে ৭ নম্বর ওয়ার্ডের মো. ওমর ফারুক ও খিলপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের মো. শাহ আলম বেগ প্রার্থীতা ফিরে পেয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ৯ ইউপিতে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি এ নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ৬৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৭৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খিলপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মো. হারুন রশিদ, রামনারায়ণপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মোবাশ্বেরা বেগম পরকোট ইউপির আবুল কাশেম জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রতিনিয়ত খোঁজ খবর নেন। পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

প্রার্থিতা ফিরে পাওয়া পরকোট ইউপির মো. তাওহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমি জয়লাভ করব।

অপরদিকে রামনারায়ণপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছেন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত