Ajker Patrika

উত্ত্যক্তে সাবেক স্বামীকে পুলিশে দিলেন নারী

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৪৫
উত্ত্যক্তে সাবেক স্বামীকে পুলিশে দিলেন নারী

তালাক দেওয়ার পরেও উত্ত্যক্ত করায় সাবেক স্বামীকে পুলিশে দিয়েছেন রোজিনা বেগম নামের এক নারী। এতে তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌরশহরের মন্দির পাড়ায়।

গত রোববার রাতে সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মানিক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

জানা গেছে, দুই বছর আগে মন্দিরপাড়া এলাকার মানিক মিয়ার সঙ্গে রোজিনার বিয়ে হয়। বিয়ের বছর খানেক পরেই বনিবনা না হওয়ায় কিছু অভিযোগ এনে স্বামীকে তালাক দেন রোজিনা। এরপরেও বারবার মানিক ওই নারীকে বিরক্ত করে আসছেন।

রোজিনা বলেন, ‘তাঁকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। ওই লোক (মানিক) আমার গয়না বিক্রি করে খাইছে, আমার কাছে থাকা সব টাকাও খাইয়া শেষ করছে। আমাকে মারধর করত। তাই তাঁকে তালাক দিয়ে দিছি। এখন আমাকে আবার সংসার করতে বলে। তা না হইলে আমার সঙ্গে তোলা গোপন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।’

রোজিনা জানান, মানিকের কাছ থেকে তিনি রেহাই পেতে এর আগে দুইবার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে সালিস করেছেন। তাতে কোনো লাভ হয়নি। পরে তিনি পুলিশে অভিযোগ দেন। তবুও মানিক বিরক্ত করতেই থাকেন। এরপর পুলিশে কল দিয়ে ঘটনাস্থল থেকে মানিককে তুলে দেন রোজিনা। তবে জেল থেকে বের হয়ে মানিক আবার কিছু করতে পারে। সেই ভয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, রোজিনার অভিযোগের প্রেক্ষিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

সেজ ভাইয়ের চোখ উপড়ে ফেললেন অপর দুই ভাই, বাবাসহ আসামি ৮

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত