Ajker Patrika

চেয়ারম্যান পদে মামা-ভাগনের লড়াই

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৩
চেয়ারম্যান পদে মামা-ভাগনের লড়াই

চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে লড়ছেন আপন মামা–ভাগনে। এর মধ্যে মামা খলিলুর রহমান মজুমদার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আর ভাগনে এএসএম শাহীন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে মামা-ভাগনের এ নির্বাচনী লড়াইকে ইউপির ভোটারেরা উপভোগও করছেন।

উভয় প্রার্থী ভোর থেকে গভীর রাত পর্যন্ত নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন। ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। করছেন উঠান বৈঠকও।

মামা-ভাগনে ছাড়াও ইউপিতে অপর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান মজুমদার জিতু ও অপর স্বতন্ত্র প্রার্থী মীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামা খলিলুর রহমান তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। ২০১৬ সালে ভাগনে এএসএম শাহীন মজুমদার দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকলেও তখন মনোনয়ন পান মামা। চলতি নির্বাচনে এএসএম শাহীন আবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু আবারও দলীয় মনোনয়ন পান মামা খলিলুর রহমান মজুমদার। আর এ জেরে ভাগনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

কাদঘর গ্রামের সেলিম মিয়া বলেন, মামা-ভাগনের নির্বাচনে অংশগ্রহণ সত্যিই ভালো লাগছে। দুজনই সমানতালে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ফকিরহাট গ্রামের লাতু মিয়া বলেন, এ ইউপিতে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চলছে। মামা এবং ভাগনে উভয় জনের কর্মী-সমর্থকেরা সমানতালে এগিয়ে যাচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী এএসএম শাহীন মজুমদার বলেন, ‘আমার বাবা আবুল বশর কয়েক বছর ধরে এ ইউপির চেয়ারম্যান ছিলেন। আমি দুবার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আশা ছিল, দল এবার আমাকে মনোনয়ন দেবে। কিন্তু দলীয় মনোনয়ন পান আমার মামা। স্থানীয় জনগণ ও কর্মী-সমর্থকদের সমর্থন নিয়ে আমি প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান মজুমদার বলেন, ‘ভাগনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটা আমার কাছে ভালোই লাগছে। পারিবারিকভাবে আমাদের বন্ধন অটুট আছে। ভবিষ্যতেও থাকবে। জয়ের ব্যাপারে আমিও শতভাগ আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত