Ajker Patrika

চাপ বেড়েছে পরিবহনে বেশি ভাড়ায় ক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
চাপ বেড়েছে পরিবহনে বেশি ভাড়ায় ক্ষোভ

তিন দিন ভোগান্তি শেষে গণপরিবহন চালুর পর ময়মনসিংহ নগরীর প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এ ছাড়া নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। তবে পরিবহন নেতারা বলছেন, ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করেই ভাড়া বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার সকালে নগরীর মাসকান্দা, পাটগুদাম এবং টাঙ্গাইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলোতে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী লুৎফুল হাসান বলেন, ‘প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সেই হিসেবে ভাড়া হয় হয় ২১৬ টাকা। কিন্তু বাস কর্তৃপক্ষ আদায় করছেন ২৭০ টাকা। এটা অরাজকতা ছাড়া আর কিছুই না।’

প্রান্তিক সুপারে টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আসা রাসেল আহম্মেদ বলেন, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। সাধারণত আড়াই ঘণ্টা সময় লাগার কথা। ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। তবে সেবার মান বাড়েনি। যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া।

ময়মনসিংহ থেকে ত্রিশালগামী শালবন সুপারের যাত্রী রেজাউল করিম বাদল বলেন, প্রতিদিন তিনি ২০ টাকা ভাড়ায় যাতায়াত করলেও এখন ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে বাড়তি ভাড়া মরার ওপর খাঁড়ার ঘা বলে জানান তিনি।

এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আগে ভাড়া ছিল ২২০ টাকা। এখন ২৭০ টাকা করা হয়েছে। মালিকপক্ষ যেভাবে বলছে, সেভাবেই আমরা ভাড়া আদায় করছি। ভাড়া অতিরিক্ত হলেও আমাদের করার কিছু নেই।’

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ‘দেশে এই প্রথম সরকার ও পরিবহন মালিকেরা একসঙ্গে বসে ভাড়া বৃদ্ধি করল। সাধারণ মানুষের ক্ষতি করে পরিবহন এবং ডিজেল কোম্পানি লাভবান হলো। বিষয়টি সরকারের পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘হঠাৎ করে লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় আন্দোলনের মুখে সরকার ভাড়া সমন্বয় করেছে। সোমবার থেকে নতুন ভাড়ায় গণপরিবহন চলতে শুরু করেছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, সে ভাড়াই নেওয়া হচ্ছে।’ তবে এনা পরিবহনের চাহিদা বেশি থাকায় ভাড়া ৫০০ টাকা করলেও মানুষ যাবে বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত