ময়মনসিংহ প্রতিনিধি
তিন দিন ভোগান্তি শেষে গণপরিবহন চালুর পর ময়মনসিংহ নগরীর প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এ ছাড়া নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। তবে পরিবহন নেতারা বলছেন, ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করেই ভাড়া বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার সকালে নগরীর মাসকান্দা, পাটগুদাম এবং টাঙ্গাইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলোতে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী লুৎফুল হাসান বলেন, ‘প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সেই হিসেবে ভাড়া হয় হয় ২১৬ টাকা। কিন্তু বাস কর্তৃপক্ষ আদায় করছেন ২৭০ টাকা। এটা অরাজকতা ছাড়া আর কিছুই না।’
প্রান্তিক সুপারে টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আসা রাসেল আহম্মেদ বলেন, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। সাধারণত আড়াই ঘণ্টা সময় লাগার কথা। ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। তবে সেবার মান বাড়েনি। যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া।
ময়মনসিংহ থেকে ত্রিশালগামী শালবন সুপারের যাত্রী রেজাউল করিম বাদল বলেন, প্রতিদিন তিনি ২০ টাকা ভাড়ায় যাতায়াত করলেও এখন ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে বাড়তি ভাড়া মরার ওপর খাঁড়ার ঘা বলে জানান তিনি।
এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আগে ভাড়া ছিল ২২০ টাকা। এখন ২৭০ টাকা করা হয়েছে। মালিকপক্ষ যেভাবে বলছে, সেভাবেই আমরা ভাড়া আদায় করছি। ভাড়া অতিরিক্ত হলেও আমাদের করার কিছু নেই।’
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ‘দেশে এই প্রথম সরকার ও পরিবহন মালিকেরা একসঙ্গে বসে ভাড়া বৃদ্ধি করল। সাধারণ মানুষের ক্ষতি করে পরিবহন এবং ডিজেল কোম্পানি লাভবান হলো। বিষয়টি সরকারের পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘হঠাৎ করে লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় আন্দোলনের মুখে সরকার ভাড়া সমন্বয় করেছে। সোমবার থেকে নতুন ভাড়ায় গণপরিবহন চলতে শুরু করেছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, সে ভাড়াই নেওয়া হচ্ছে।’ তবে এনা পরিবহনের চাহিদা বেশি থাকায় ভাড়া ৫০০ টাকা করলেও মানুষ যাবে বলে দাবি করেন তিনি।
তিন দিন ভোগান্তি শেষে গণপরিবহন চালুর পর ময়মনসিংহ নগরীর প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এ ছাড়া নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। তবে পরিবহন নেতারা বলছেন, ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করেই ভাড়া বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার সকালে নগরীর মাসকান্দা, পাটগুদাম এবং টাঙ্গাইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলোতে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী লুৎফুল হাসান বলেন, ‘প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সেই হিসেবে ভাড়া হয় হয় ২১৬ টাকা। কিন্তু বাস কর্তৃপক্ষ আদায় করছেন ২৭০ টাকা। এটা অরাজকতা ছাড়া আর কিছুই না।’
প্রান্তিক সুপারে টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আসা রাসেল আহম্মেদ বলেন, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। সাধারণত আড়াই ঘণ্টা সময় লাগার কথা। ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। তবে সেবার মান বাড়েনি। যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া।
ময়মনসিংহ থেকে ত্রিশালগামী শালবন সুপারের যাত্রী রেজাউল করিম বাদল বলেন, প্রতিদিন তিনি ২০ টাকা ভাড়ায় যাতায়াত করলেও এখন ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে বাড়তি ভাড়া মরার ওপর খাঁড়ার ঘা বলে জানান তিনি।
এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আগে ভাড়া ছিল ২২০ টাকা। এখন ২৭০ টাকা করা হয়েছে। মালিকপক্ষ যেভাবে বলছে, সেভাবেই আমরা ভাড়া আদায় করছি। ভাড়া অতিরিক্ত হলেও আমাদের করার কিছু নেই।’
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ‘দেশে এই প্রথম সরকার ও পরিবহন মালিকেরা একসঙ্গে বসে ভাড়া বৃদ্ধি করল। সাধারণ মানুষের ক্ষতি করে পরিবহন এবং ডিজেল কোম্পানি লাভবান হলো। বিষয়টি সরকারের পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘হঠাৎ করে লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় আন্দোলনের মুখে সরকার ভাড়া সমন্বয় করেছে। সোমবার থেকে নতুন ভাড়ায় গণপরিবহন চলতে শুরু করেছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, সে ভাড়াই নেওয়া হচ্ছে।’ তবে এনা পরিবহনের চাহিদা বেশি থাকায় ভাড়া ৫০০ টাকা করলেও মানুষ যাবে বলে দাবি করেন তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫