Ajker Patrika

মাধবদীতে কিশোরের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
মাধবদীতে কিশোরের লাশ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানার খিলগাঁও গ্রামের দরগাহ বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়। গত বুধবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত অন্তর ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইক চালানোর জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয় অন্তর মিয়া। দিনের বেলায় ও রাত ৮টা পর্যন্ত তাকে ইজিবাইক চালাতে দেখেন স্থানীয়রা। তবে বুধবার রাতে সে বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে ইজিবাইক ও তাকে খোঁজাখুজির পর না পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাধবদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশে দরগাহ বাড়ি সংলগ্ন বালাপুরগামী সড়কের পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন গিয়ে অন্তরের লাশ শনাক্ত করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত