আট বছরের বিরতি কাটিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। মাহফুজ আহমেদের মতো বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় আছেন আরও চারজন অভিনয়শিল্পী।
তাঁদের নিয়ে লিখেছেন শিহাব আহমেদ।
ইরফান সাজ্জাদ
আবারও সিনেমায় ব্যস্ত হচ্ছেন ছোট পর্দার নিয়মিত মুখ ইরফান সাজ্জাদ। ২০১৫ সালে ‘ইউ টার্ন’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায়। সেটাও ২০১৭ সালে। ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন সাজ্জাদ। সম্প্রতি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, অন্যটি বিপ্লব হায়দারের ‘আলী’। দুটি সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেতা। এ ছাড়া কথা হচ্ছে আরও কয়েকটি সিনেমা নিয়ে। শিগগির আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমার কথা জানাবেন ইরফান সাজ্জাদ।
জলি
সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ফাল্গুনি রহমান জলি অভিনীত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরের দুই বছর সিনেমা মুক্তি না পেলেও শুটিং করেছেন তিনি। ২০১৯ সালে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান এ চিত্রনায়িকা। বছরখানেক পর বিয়ে ও সন্তানের খবর দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি। ব্যস্ত ছিলেন সংসারজীবন নিয়ে। চার বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন জলি।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘পদ্মাবতী’ সিনেমায়। ধীমন বড়ুয়ার পরিচালনায় এতে তাঁর বিপরীতে থাকবেন সাইমন সাদিক। এ ছাড়া বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’। বেলাল সানীর পরিচালনায় হরর ঘরানার এ সিনেমায় জলির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
সোহানা সাবা
ঢালিউডের মিষ্টিকন্যাখ্যাত কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ‘আব্বাস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবা। চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় তিনি। মুক্তির অপেক্ষায় আছে সাবার ‘অসম্ভব’ সিনেমাটি। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা অসম্ভব।
সোহানা সাবা ফিরছেন আরেক নায়িকা অরুণা বিশ্বাসের পরিচালনায়। এটি অরুণার প্রথম সিনেমা। সাবার বিপরীতে দেখা যাবে গাজী আব্দুন নূরকে। এ ছাড়া ‘মানিকের লাল কাঁকড়া’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন সাবা। আফজাল হোসেনের পরিচালনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।
সেমন্তী সৌমি
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। অভিনয় করেন অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায়। তবে নায়িকা হিসেবে সৌমির পর্দায় অভিষেক ২০১৯ সালে ‘বয়ফ্রেন্ড’ সিনেমায়। উত্তম আকাশের পরিচালনায় এতে সৌমির বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি।
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সৌমি অভিনীত ‘মেঘনা কন্যা’। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। সম্প্রতি কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয়েছে মেঘনা কন্যার।
আট বছরের বিরতি কাটিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। মাহফুজ আহমেদের মতো বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় আছেন আরও চারজন অভিনয়শিল্পী।
তাঁদের নিয়ে লিখেছেন শিহাব আহমেদ।
ইরফান সাজ্জাদ
আবারও সিনেমায় ব্যস্ত হচ্ছেন ছোট পর্দার নিয়মিত মুখ ইরফান সাজ্জাদ। ২০১৫ সালে ‘ইউ টার্ন’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায়। সেটাও ২০১৭ সালে। ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন সাজ্জাদ। সম্প্রতি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, অন্যটি বিপ্লব হায়দারের ‘আলী’। দুটি সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেতা। এ ছাড়া কথা হচ্ছে আরও কয়েকটি সিনেমা নিয়ে। শিগগির আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমার কথা জানাবেন ইরফান সাজ্জাদ।
জলি
সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ফাল্গুনি রহমান জলি অভিনীত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরের দুই বছর সিনেমা মুক্তি না পেলেও শুটিং করেছেন তিনি। ২০১৯ সালে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান এ চিত্রনায়িকা। বছরখানেক পর বিয়ে ও সন্তানের খবর দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি। ব্যস্ত ছিলেন সংসারজীবন নিয়ে। চার বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন জলি।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘পদ্মাবতী’ সিনেমায়। ধীমন বড়ুয়ার পরিচালনায় এতে তাঁর বিপরীতে থাকবেন সাইমন সাদিক। এ ছাড়া বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’। বেলাল সানীর পরিচালনায় হরর ঘরানার এ সিনেমায় জলির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
সোহানা সাবা
ঢালিউডের মিষ্টিকন্যাখ্যাত কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ‘আব্বাস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবা। চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় তিনি। মুক্তির অপেক্ষায় আছে সাবার ‘অসম্ভব’ সিনেমাটি। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা অসম্ভব।
সোহানা সাবা ফিরছেন আরেক নায়িকা অরুণা বিশ্বাসের পরিচালনায়। এটি অরুণার প্রথম সিনেমা। সাবার বিপরীতে দেখা যাবে গাজী আব্দুন নূরকে। এ ছাড়া ‘মানিকের লাল কাঁকড়া’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন সাবা। আফজাল হোসেনের পরিচালনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।
সেমন্তী সৌমি
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। অভিনয় করেন অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায়। তবে নায়িকা হিসেবে সৌমির পর্দায় অভিষেক ২০১৯ সালে ‘বয়ফ্রেন্ড’ সিনেমায়। উত্তম আকাশের পরিচালনায় এতে সৌমির বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি।
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সৌমি অভিনীত ‘মেঘনা কন্যা’। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। সম্প্রতি কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয়েছে মেঘনা কন্যার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫