Ajker Patrika

প্রবেশপত্রে দুটি পরীক্ষা কেন্দ্রের নাম, বিড়ম্বনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২: ০০
প্রবেশপত্রে দুটি পরীক্ষা কেন্দ্রের নাম, বিড়ম্বনা

বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে এসে এক শিক্ষার্থী বিড়ম্বনায় পড়েছেন। তাঁর প্রবেশপত্রের কিউআর কোড এবং লিখিত রূপে ভিন্ন কেন্দ্রের নাম লেখা হয়েছে। গতকাল রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় ওই শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের কাছে কেন্দ্রের তথ্য জানতে চাইলে বিষয়টি ধরা পড়ে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনিয়া আক্তার শিলা নামের ওই শিক্ষার্থীর প্রবেশপত্রে ‘নিউ একাডেমিক বিল্ডিং (সপ্তম তলা), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা’ নামে কেন্দ্রের নাম লেখা ছিল। কিন্তু এ নামে পরীক্ষার কেন্দ্র খুঁজে না পেয়ে স্বেচ্ছাসেবীদের বিষয়টি জানান। এরপর স্বেচ্ছাসেবীরা কেন্দ্রে সাঁটানো সিট প্ল্যানে তাঁর রোল নম্বর খুঁজতে গিয়ে পাননি। পরবর্তীতে প্রবেশপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সিট পড়েছে অনিক আকন্দ নামে এক শিক্ষার্থীর এমন তথ্য আসে।

পরে স্বেচ্ছাসেবীরা ওই শিক্ষার্থীকে পরীক্ষা কমিটির কাছে নিয়ে যান। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘বি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক এম এম শরীফুল করিম বলেন, ‘ওই শিক্ষার্থীকে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি। কেন্দ্রে তাঁর খাতা পৃথকভাবে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত