Ajker Patrika

শিবচরে হাসপাতাল উদ্বোধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০: ২৩
শিবচরে হাসপাতাল উদ্বোধন

শিবচরে গণ-উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি আধুনিক বেসরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শিবচর পৌর বাজার এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নামফলক উন্মোচন শেষে মোনাজাতের পর হাসপাতালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও অন্য অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন তাঁরা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্ল্যা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও গণ-উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাশেম মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত