Ajker Patrika

সেমিতে সাইফের সামনে আবাহনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
সেমিতে সাইফের সামনে আবাহনী

শক্তিতে, অভিজ্ঞতায় এবারের প্রিমিয়ার লিগে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের থেকে বহু গুণে এগিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব। সর্বোচ্চ লিগে এবারই উঠে আসা এই দলকে হারাতে ঘাম ছুটে গেল জামাল ভূঁইয়াদের।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল স্বাধীনতা কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্বাধীনতার বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ। দুই গোলই হয়েছে অতিরিক্ত সময়ে। আগামী মঙ্গলবার শেষ চারে জামালদের প্রতিপক্ষ প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ঢাকা আবাহনী লিমিটেড।

স্বাধীনতা কাপের গ্রুপপর্বে লিগের অভিজ্ঞ দল রহমতগঞ্জকে হারিয়ে চমক দেখিয়েছিল স্বাধীনতা। সেই ম্যাচে বসনিয়ার নেডো তারকোভিচের সঙ্গে জুটি বেঁধে দারুণ খেলেছিলেন পোলিস মিডফিল্ডার রাফাল জাবোরস্কি। চোটের কারণে সাইফের বিপক্ষে দলে ছিলেন না রাফাল। কার্ড জটিলতায় খেলতে পারেননি উজবেক মিডফিল্ডার নদিরবেক। দলের দুই খেলোয়াড়কে ছাড়াই সাইফকে ৯০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল স্বাধীনতা।

অতিরিক্ত সময়ের খেলা গড়াতেই প্রথম মিনিটে সাইফ ডাগআউটে স্বস্তি ফিরিয়ে গোল করেন মারাজ হোসেন। বাঁ প্রান্ত থেকে নিহাত জামান উচ্ছ্বাসের ক্রস দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড মারাজ। ৯ মিনিট পরেই স্বাধীনতা গোলরক্ষকের ভুলে সাইফের জয় নিশ্চিত করেন ফয়সাল আহমেদ ফাহিম। আসরোর গফুরভের কাটব্যাকে বল দারুণ এক প্লেসিংয়ে জালে জড়ান ফাহিম।

এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসের নৈপুণ্যে সেনাবাহিনীকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আবাহনী। স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তো ও দারিলটন গোমেজের কাছে আলো হারিয়েছিলেন কলিনদ্রেস। গতকাল একাই দৃশ্যপট থেকে সরিয়ে দিলেন ব্রাজিলিয়ান সতীর্থদের।

৪৫ মিনিটে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ডান পায়ে বাঁকানো এক শটে করলেন মনে রাখার মতো এক গোল। ৭০ মিনিটে বাঁকানো ফ্রি-কিকে বোকা বানালেন সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর হোসেনকেও। নিজের দুই গোলের সঙ্গে চোট সেরে ১৩ মাস পর ফেরা স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে দিয়েও গোল করিয়েছেন কলিনদ্রেস। অন্য গোলটি ইমন মাহমুদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত