Ajker Patrika

প্রতিশোধের গল্পে জুটি সম্রাট-কথা

প্রতিশোধের গল্পে জুটি সম্রাট-কথা

সান বাংলায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’। এতে রক্তিম চরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায় আর ডালি চরিত্রে আছেন কথা চক্রবর্তী। আকাশ কুসুমের কাহিনি তৈরি হয়েছে মুখার্জিবাড়িকে কেন্দ্র করে। এ বাড়িতে পরিচারিকার কাজ করত ডালির মা ঝরনা। ঝরনাকে একদিন মিথ্যা চুরির অপবাদে পুলিশে দেওয়া হয়। 

গল্পে বড়সড় বদল আসে, যখন ব্যবসায়ী রক্তিম দেববর্মণ মুখার্জিদের ব্যবসা ও বাড়ি দখল করে নেয়। মুখার্জিবাড়িতে বড় হয়েছে ঝরনার মেয়ে ডালি। এ পরিবারকে সে আপনজনের মতোই দেখে। পরিবারকে বাঁচাতে রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয় ডালি। তবে একটা শর্তে, রক্তিমকে মুখার্জিদের সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। রক্তিম আর ডালির এই অসম বয়সের বিয়েটা কি টিকবে? মায়ের অপমানের প্রতিশোধ কি নিতে পারবে সে? এসব প্রশ্ন সামনে নিয়ে এগিয়ে যাবে আকাশ কুসুম সিরিয়ালের গল্প।

সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘এটা একটু অন্য স্বাদের গল্প। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মতো নয়। বর্তমানে যে সিনেমাগুলো চলছে, অ্যানিমেল হোক বা পুষ্পা—সবই কিন্তু রিভেঞ্জের গল্প। আকাশ কুসুমও কিন্তু প্রতিশোধের গল্প। এতে আমার যে চরিত্রটি, রক্তিম, সে কেন এত হিংসাত্মক? তার পেছনে অনেক বড় গল্প আছে। পরে সেটা ধীরে ধীরে জানা যাবে। অনেক বছর পর আমাকে দর্শক এ ধরনের নেতিবাচক চরিত্রে দেখবে। আমি প্রায় এক বছর পর টেলিভিশনে ব্যাক করছি। সর্বশেষ হরগৌরি পাইস হোটেলে কাজ করেছিলাম। তারপর একটা বড় বিরতি দিয়ে আবার টিভি পর্দায় ফিরছি।’

অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে আকাশ কুসুম সিরিয়াল। গল্প লিখেছেন স্নিগ্ধা বসু, চিত্রনাট্যে পায়েল চক্রবর্তী ও সংলাপে তপস্যা দত্ত। পরিচালনা করছেন সৌমেন হালদার। সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত