Ajker Patrika

সেবা দিল খুদে চিকিৎসকেরা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০: ৩০
সেবা দিল খুদে চিকিৎসকেরা

মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ে সেবা দিচ্ছে খুদে চিকিৎসকেরা। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। শিশু শিক্ষার্থীরা সহপাঠীদের ওজন, উচ্চতা পরিমাপ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা তদারকি করে। শিক্ষার্থীরা চিকিৎসকের পোশাক (অ্যাপ্রোন) পরে এই কার্যক্রম চালায়।

সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্যাদা বলেন, প্রতি শ্রেণি থেকে ২ জন করে শিক্ষার্থীকে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সহপাঠীদের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতায় উদ্বুদ্ধ করতে পারবে।

চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা বলেন, অনেক শিক্ষার্থী অপরিচ্ছন্ন থাকে। অপরিষ্কার নখ ও চুল নিয়ে বিদ্যালয়ে আসে। খুদে চিকিৎসকেরা তাদের সচেতন করতে সহায়তা করবে। গতকাল পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এতে খুদে চিকিৎসক ও শিশু শিক্ষার্থীরা নিজেকে সচেতন করার পাশাপাশি পরিবারকে স্বাস্থ্য সচেতন করতে উৎসাহ পাবে। পৈক্ষা হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, খুদে চিকিৎসকেরা তাদের কার্যক্রম উপভোগ করছে।

সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে চিকিৎসক আবদুল্লাহ আফি বলে, প্রশিক্ষণে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অনেক কিছু জানতে পারছি। ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছি।

চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহাদ জানায়, চিকিৎসকের পোশাক পরে সহপাঠীদের সচেতন করছি। শিক্ষকেরা সহযোগিতা করছেন। সত্যিকারের চিকিৎসক হতে পারলে আরও ভালো লাগবে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান জানান, বিদ্যালয়ে ভিটামিন এ ও কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে। এতে শিক্ষার্থীদের যুক্ত করতে এবং উদ্বুদ্ধ করতে প্রতিটি বিদ্যালয়ে খুদে চিকিৎসক দল করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার আগ্রহ সৃষ্টি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত