মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
চৌদ্দগ্রাম অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। চৌদ্দগ্রাম বাজারের সামনে মহাসড়কে যাত্রী ওঠানো ও নামানোর জন্য দাঁড় করিয়ে রাখা হচ্ছে এসব তিন চাকার যান। এতে এই অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। অপর দিকে চলাচলের পথ না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের মধ্যখান দিয়ে পথচারীদের হাঁটতে হচ্ছে। এতে রয়েছে দুর্ঘটনার শঙ্কা।
এদিকে বাজারের অংশটিতে তিন চাকার যানের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালালেও দীর্ঘ মেয়াদি সুফল পাওয়া যাচ্ছে না। অভিযান শেষের কিছু দিন পরেই আগের রূপে ফিরছে মহাসড়ক। এতে চার লেনের সড়কটিতে দূরপাল্লার যান চলাচলের জন্য এক লেন খালি থাকছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার স্ট্যান্ডের পাশাপাশি যানজটের জন্য আরও একটি কারণ জানা গেছে। সেটি হলো, চৌদ্দগ্রাম বাজারের মহাসড়ক অংশে কোনো ধরনের যাত্রীবাহী গণপরিবহন যাত্রী উঠানামা করতে পারবে না বলে সড়ক ও জনপথ বিভাগ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটি তোয়াক্কা করছেন না গণপরিবহনের চালকেরা।
৬০ বছর বয়সী পথচারী সানোয়ারা বেগম বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ। দুই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, রাস্তা পার হতে অনেক সমস্যা।’
আরেক পথচারী ইব্রাহিম মজুমদার বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কটির দুই পাশে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড তৈরি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে আবার দুর্ঘটনার শিকারও হচ্ছেন।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার অংশে মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহন ও যেকোনো পরিবহন দাঁড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও অসাধু চালকেরা তা অমান্য করছে। বিষয়টি আমার নজরে এলে একাধিকবার অভিযান চালালেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর চালকেরা আবারও ওই স্থানে গাড়ি দাঁড় করাচ্ছেন। তিন চাকার যানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার থেকে তিন চাকার যান সরানোর অভিযান আরও জোরদার করা হবে।’
চৌদ্দগ্রাম অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। চৌদ্দগ্রাম বাজারের সামনে মহাসড়কে যাত্রী ওঠানো ও নামানোর জন্য দাঁড় করিয়ে রাখা হচ্ছে এসব তিন চাকার যান। এতে এই অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। অপর দিকে চলাচলের পথ না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের মধ্যখান দিয়ে পথচারীদের হাঁটতে হচ্ছে। এতে রয়েছে দুর্ঘটনার শঙ্কা।
এদিকে বাজারের অংশটিতে তিন চাকার যানের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালালেও দীর্ঘ মেয়াদি সুফল পাওয়া যাচ্ছে না। অভিযান শেষের কিছু দিন পরেই আগের রূপে ফিরছে মহাসড়ক। এতে চার লেনের সড়কটিতে দূরপাল্লার যান চলাচলের জন্য এক লেন খালি থাকছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার স্ট্যান্ডের পাশাপাশি যানজটের জন্য আরও একটি কারণ জানা গেছে। সেটি হলো, চৌদ্দগ্রাম বাজারের মহাসড়ক অংশে কোনো ধরনের যাত্রীবাহী গণপরিবহন যাত্রী উঠানামা করতে পারবে না বলে সড়ক ও জনপথ বিভাগ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটি তোয়াক্কা করছেন না গণপরিবহনের চালকেরা।
৬০ বছর বয়সী পথচারী সানোয়ারা বেগম বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ। দুই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, রাস্তা পার হতে অনেক সমস্যা।’
আরেক পথচারী ইব্রাহিম মজুমদার বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কটির দুই পাশে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড তৈরি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে আবার দুর্ঘটনার শিকারও হচ্ছেন।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার অংশে মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহন ও যেকোনো পরিবহন দাঁড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও অসাধু চালকেরা তা অমান্য করছে। বিষয়টি আমার নজরে এলে একাধিকবার অভিযান চালালেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর চালকেরা আবারও ওই স্থানে গাড়ি দাঁড় করাচ্ছেন। তিন চাকার যানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার থেকে তিন চাকার যান সরানোর অভিযান আরও জোরদার করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫