Ajker Patrika

টিকার আওতায় তৃতীয় লিঙ্গের মানুষেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ২৮
টিকার আওতায় তৃতীয় লিঙ্গের মানুষেরা

ছিন্নমূল ও বস্তিবাসীর পর এবার তৃতীয় লিঙ্গের মানুষদের টিকার আওতায় আনল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে টিকাদান এই কার্যক্রম চালু হয়। এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, প্রথম দিন সাড়ে ৩০০ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেওয়া হয়েছে। তাঁদের দলনেতা জানিয়েছেন, আরও ৮০০ থেকে ১ হাজার মানুষ আছেন। তাঁদের তালিকা জমা দিলে পরবর্তীতে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, ধাপে ধাপে সব সম্প্রদায়ের মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এর আগে গত রোববার পাহাড়তলীর ছিন্নমূল ঝাউতলা বস্তির প্রায় ৬০০ জনকে টিকার ডোজ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত