Ajker Patrika

বসন্তেও বৃষ্টি নামে

মোহাম্মদ সাফওয়ানুল ইসলাম
আপডেট : ০১ মার্চ ২০২২, ১০: ৫১
বসন্তেও বৃষ্টি নামে

বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।

আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?

যা যা লাগবে

  • পাতলা হার্ডবোর্ড
  • এম আর গ্লু
  • ক্লে
  • অ্যাক্রিলিক রং
  • রং মেশানোর প্লেট
  • তুলি ও পানি রাখার ছোট মগ।

ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।

চলো বানাই

প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।

ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!

ক্র্যাফট: লেখক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত