সম্পাদকীয়
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি হত্যা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারজন বিশ্বস্ত সহযোগীকে। পৃথিবীর ইতিহাসে এমন নৃশংসতার ঘটনা বিরল। এর মাত্র আড়াই মাস আগে ১৫ আগস্ট ঘটেছিল পৃথিবীর ইতিহাসের বর্বরতম রাজনৈতিক হত্যাকাণ্ড। তার আগে আরও অনেক সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানকেও দুর্বৃত্তরা হত্যা করেছে, কিন্তু পরিবারের সব সদস্যসহ কোনো দেশনায়ককে এভাবে হত্যার ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনাটি একদল বিপথগামী সেনাসদস্যের আকস্মিক কোনো ক্রোধ বা ক্ষোভের ফল ছিল না।
এটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রগতিমুখীন যাত্রাকে উল্টোমুখী করার দেশি-বিদেশি ষড়যন্ত্রের পরিণতি। বঙ্গবন্ধু এক দল করেছিলেন অথবা দেশ শাসনে ব্যর্থ হয়েছিলেন অথবা দেশে দুর্নীতির বিস্তার ঘটছিল—এসব কারণে নয়, আসলে তাঁকে হত্যা করা হয়েছিল তিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন বলেই। ওই একই ঘাতক চক্র ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেলের ভেতরে হত্যা করেছিল বঙ্গবন্ধুর চার বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল নিরাপদ কারাকক্ষে। আওয়ামী লীগ যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল ঘাতকদের উদ্দেশ্য।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেলহত্যার কুশীলবদের বিচারের হাত থেকে রক্ষা করা শুধু নয়, তাদের বিদেশে চাকরি দিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করেছিল পরবর্তী সরকারগুলো। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দুই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর জেলহত্যা মামলায় আসামি সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারপর বিচারিক আদালতে রায় হয়।
রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেও ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টে আপিলের রায়ে আসামিদের খালাস দেওয়া হয়। জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনের রায়’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। তাঁদের অভিযোগ, জেলহত্যার ষড়যন্ত্রের দায়ে কাউকে শাস্তি দেওয়া হয়নি।
এরপর আওয়ামী লীগ ২০০৯ সালে আবার সরকার গঠনের পর ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়। ২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ দফাদার মারফত আলী শাহ ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিলেও তা এখনো কার্যকর হয়নি।
এটি হলো মামলার বিচারিক দিক। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো, ১৯৭৫ সালে এই যে দেশকে পেছনের দিকে চালিত করা হলো, তা থেকে এখনো বের হয়ে আসা যায়নি। ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় আমাদের পরিচয়কে বিভ্রান্ত করে। সার্বিকভাবে এই কলঙ্কমোচন হওয়া জরুরি।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি হত্যা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারজন বিশ্বস্ত সহযোগীকে। পৃথিবীর ইতিহাসে এমন নৃশংসতার ঘটনা বিরল। এর মাত্র আড়াই মাস আগে ১৫ আগস্ট ঘটেছিল পৃথিবীর ইতিহাসের বর্বরতম রাজনৈতিক হত্যাকাণ্ড। তার আগে আরও অনেক সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানকেও দুর্বৃত্তরা হত্যা করেছে, কিন্তু পরিবারের সব সদস্যসহ কোনো দেশনায়ককে এভাবে হত্যার ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনাটি একদল বিপথগামী সেনাসদস্যের আকস্মিক কোনো ক্রোধ বা ক্ষোভের ফল ছিল না।
এটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রগতিমুখীন যাত্রাকে উল্টোমুখী করার দেশি-বিদেশি ষড়যন্ত্রের পরিণতি। বঙ্গবন্ধু এক দল করেছিলেন অথবা দেশ শাসনে ব্যর্থ হয়েছিলেন অথবা দেশে দুর্নীতির বিস্তার ঘটছিল—এসব কারণে নয়, আসলে তাঁকে হত্যা করা হয়েছিল তিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন বলেই। ওই একই ঘাতক চক্র ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেলের ভেতরে হত্যা করেছিল বঙ্গবন্ধুর চার বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল নিরাপদ কারাকক্ষে। আওয়ামী লীগ যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল ঘাতকদের উদ্দেশ্য।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেলহত্যার কুশীলবদের বিচারের হাত থেকে রক্ষা করা শুধু নয়, তাদের বিদেশে চাকরি দিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করেছিল পরবর্তী সরকারগুলো। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দুই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর জেলহত্যা মামলায় আসামি সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারপর বিচারিক আদালতে রায় হয়।
রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেও ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টে আপিলের রায়ে আসামিদের খালাস দেওয়া হয়। জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনের রায়’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। তাঁদের অভিযোগ, জেলহত্যার ষড়যন্ত্রের দায়ে কাউকে শাস্তি দেওয়া হয়নি।
এরপর আওয়ামী লীগ ২০০৯ সালে আবার সরকার গঠনের পর ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়। ২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ দফাদার মারফত আলী শাহ ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিলেও তা এখনো কার্যকর হয়নি।
এটি হলো মামলার বিচারিক দিক। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো, ১৯৭৫ সালে এই যে দেশকে পেছনের দিকে চালিত করা হলো, তা থেকে এখনো বের হয়ে আসা যায়নি। ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় আমাদের পরিচয়কে বিভ্রান্ত করে। সার্বিকভাবে এই কলঙ্কমোচন হওয়া জরুরি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫