Ajker Patrika

নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস পালন

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ০৫
নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস পালন

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস।

আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

নাটোর: বেলা ১১টায় সদর থানা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ (নলডাঙ্গা-সদর) আসনের সাংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ, নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দিন, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবদুস সালাম।

এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমুখ।

পাবনা: সকালে শহরের ট্রাফিক মোড়ে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে শেষ হয়। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ অনেকে।

চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কমিউনিটি পুলিশিংয়ের ওয়ার্ড কমিটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষকেরা অংশ নেন।

পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আবদুর রকিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কণ্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও প্রমুখ।

নওগাঁ: সকালে আত্রাই থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মোল্লা, ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত