নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের মৃত্যুর পর শিক্ষার্থীরা যে ভাঙচুর করেছেন, তাতে ৩৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে। আর হাসপাতালে আনার আগেই শাহরিয়ারের মৃত্যু হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাবি শিক্ষার্থীরা সেদিন হাসপাতাল প্রশাসন ভবনের নিচতলায় ছয়-সাতটি কাচের জানালা ভাঙচুর করেন। আর অর্ধশত ফুলের টব ভাঙেন। এ ছাড়া শাহরিয়ারকে মৃত ঘোষণা করার পর ৮ নম্বর ওয়ার্ডে নার্সদের বসার টেবিলটি উল্টে ফেলেন। এতেই ৩৯ লাখ টাকার ক্ষতি কীভাবে হলো জানতে চাইলে হাসপাতাল পরিচালক বলেন, ‘তদন্ত কমিটি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে জানালার দামগুলো জেনে নিয়েছে। তাদের মতামত নিয়েছে। ওদের খরচের হিসাবটা তো একটু বেশিই হয়। সে জন্যই হয়েছে হয়তো।’
তবে ক্ষতির হিসাবের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. গৌতম কুমার পাল। তিনি বলেন, হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ভেতরে একটা মিনি ওটি আছে। ওখানকার অনেক যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। গণপূর্তের কর্মকর্তারা তো মেডিকেল যন্ত্রপাতির দাম জানেন না। তাই যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণটা তদন্ত প্রতিবেদনে আসেনি। ওটা ধরলে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।
হাসপাতালের পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন। কমিটি শাহরিয়ারের মৃত্যুর ‘প্রকৃত’ কারণ জানতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার সুপারিশ করেছে। আর মৃত্যু যেহেতু আগেই হয়েছিল, তাই শাহরিয়ারের চিকিৎসায় কোনো অবহেলা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
হাসপাতালের তদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা নিয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটা তো আমি দেখিনি। তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’
গত ১৯ অক্টোবর রাবির হবিবুর রহমান হলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ সময় চিকিৎসায় অবহেলা এবং আইসিইউ বেড না দেওয়ার অভিযোগ তোলেন রাবি শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের মৃত্যুর পর শিক্ষার্থীরা যে ভাঙচুর করেছেন, তাতে ৩৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে। আর হাসপাতালে আনার আগেই শাহরিয়ারের মৃত্যু হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাবি শিক্ষার্থীরা সেদিন হাসপাতাল প্রশাসন ভবনের নিচতলায় ছয়-সাতটি কাচের জানালা ভাঙচুর করেন। আর অর্ধশত ফুলের টব ভাঙেন। এ ছাড়া শাহরিয়ারকে মৃত ঘোষণা করার পর ৮ নম্বর ওয়ার্ডে নার্সদের বসার টেবিলটি উল্টে ফেলেন। এতেই ৩৯ লাখ টাকার ক্ষতি কীভাবে হলো জানতে চাইলে হাসপাতাল পরিচালক বলেন, ‘তদন্ত কমিটি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে জানালার দামগুলো জেনে নিয়েছে। তাদের মতামত নিয়েছে। ওদের খরচের হিসাবটা তো একটু বেশিই হয়। সে জন্যই হয়েছে হয়তো।’
তবে ক্ষতির হিসাবের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. গৌতম কুমার পাল। তিনি বলেন, হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ভেতরে একটা মিনি ওটি আছে। ওখানকার অনেক যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। গণপূর্তের কর্মকর্তারা তো মেডিকেল যন্ত্রপাতির দাম জানেন না। তাই যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণটা তদন্ত প্রতিবেদনে আসেনি। ওটা ধরলে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।
হাসপাতালের পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন। কমিটি শাহরিয়ারের মৃত্যুর ‘প্রকৃত’ কারণ জানতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার সুপারিশ করেছে। আর মৃত্যু যেহেতু আগেই হয়েছিল, তাই শাহরিয়ারের চিকিৎসায় কোনো অবহেলা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
হাসপাতালের তদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা নিয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটা তো আমি দেখিনি। তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’
গত ১৯ অক্টোবর রাবির হবিবুর রহমান হলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী শাহরিয়ার। তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ সময় চিকিৎসায় অবহেলা এবং আইসিইউ বেড না দেওয়ার অভিযোগ তোলেন রাবি শিক্ষার্থীরা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫