Ajker Patrika

অচেনা অস্ট্রেলিয়া নিয়েই বেশি চিন্তা

রানা আব্বাস, ব্রিসবেন থেকে
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৫: ৪৫
অচেনা অস্ট্রেলিয়া নিয়েই বেশি চিন্তা

প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে আসা দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ দলের ঠিকানা একই—হোটেল সফিটেল। গত রোববার অ্যালান বোর্ডার ফিল্ডেও দল প্রায় কাছাকাছি সময়ে অনুশীলন করেছে। সেদিন মাঠে কুইন্টন ডি ককের সঙ্গে দেখা হতেই মেহেদী হাসান মিরাজ-নুরুল হাসান সোহান খানিকটা আলাপও সেরে নিলেন প্রোটিয়া তারকা ব্যাটারের সঙ্গে।

আজ বাংলাদেশ সময় বেলা ২টায় দুই দলই এক লক্ষ্যে মাঠে নামবে—মূল লড়াইয়ের আগে প্রস্তুতি চূড়ান্ত করা। এখানে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশের চ্যালেঞ্জটা একটু বেশিই। এখনো সেরা একাদশ নির্বাচনে বেশ বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গত কদিনে কাজটা আরও কঠিন করে তুলেছে লিটন দাসের চোট। লিটনকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও উদ্বোধনী জুটিতে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

আজও কি মিরাজ ওপেন করবেন নাকি সৌম্য সরকারের একটা সুযোগ মিলবে? গতকাল বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাখ্যা দিলেন, কেন গত পরশু মিরাজকে ওপেনিং করা হয়েছিল, ‘এখানে ডানহাতি-বাঁহাতি একটা সমন্বয়ের কথা সবার আগে আসে। ওখানে একদিক থেকে অফ স্পিনার বোলিং করছিল, একদিকে পেসার ছিল। সব বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট বাস্তব চিন্তা নিয়ে মাঠে নামে। লিটন চোটে পড়েছে, গত ম্যাচ খেলেনি। সে পুরোপুরি ঠিক হয়ে গেলে আশা করছি সেরা সমন্বয় নিয়েই আগামীকাল (আজ) মাঠে নামব।’

প্রধান নির্বাচক জানালেন, গত কিছুদিনে যত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বিশেষ করে ওপেনিং জুটিতে, সেসব প্রায় শেষ পর্যায়ে। ‘নতুন করে কিছু করা আর হবে না, এখন মাঠের সেরা একাদশটা নির্বাচন করা হবে’—বলছিলেন নান্নু। তাঁর প্রত্যাশা, পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশ্বকাপে সেরা দলটাই তাঁরা খেলাতে পারবেন, ‘যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে, প্রস্তুতি ম্যাচের পর কয়েকটা অনুশীলন সেশন আছে। আশা করছি, প্রস্তুতি ম্যাচের পর পুরোপুরি তৈরি হয়ে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।’

তবে আজকের ম্যাচে বিশ্বকাপের ব্যাটিং অর্ডার দেখা যাবে কি না, সেটির নিশ্চয়তা পাওয়া যায়নি নান্নুর কাছ থেকে। প্রধান নির্বাচক বললেন, ‘এটা এই মুহূর্তে বলা কঠিন। এটা আমরা আগামীকাল (আজ) বলতে পারব। দলকে পুরোপুরি তৈরি করতে এরপরও আমরা চার-পাঁচ দিন সময় পাব। চার-পাঁচটা অনুশীলন সেশন আছে। আমি মনে করি এর আগে দল পুরোপুরি তৈরি হয়ে যাবে।’

পরীক্ষা-নিরীক্ষার চেয়ে বাংলাদেশের ভাবনা অন্য জায়গায়। বর্তমান দলে বেশির ভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার। অস্ট্রেলিয়ার মাঠ অনেকটাই অচেনা তাঁদের কাছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান সর্বশেষ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। বিগ ব্যাশেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর, সেটিও ৭ বছর আগে। এবারের ম্যাচ ভেন্যু হোবার্ট-সিডনির মাঠে তো কখনও পা-ই পড়েনি বাংলাদেশের। নান্নু তাই বলছিলেন, ‘অস্ট্রেলিয়ান কন্ডিশনে আমাদের সে রকম অভিজ্ঞতা নেই, বিগ ব্যাশেও আমাদের কেউ খেলে না। সে হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। তবে আমি মনে করি তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে। মূল ম্যাচের আগে অনুশীলন সেশনগুলো যদি ভালো হয়, আশা করি নিজেদের একেবারে তৈরি করে মাঠে নামতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত