Ajker Patrika

বাড়িতে উপহার নিয়ে হাজির চেয়ারম্যান

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ২৯
বাড়িতে উপহার নিয়ে হাজির চেয়ারম্যান

খ্রিষ্টিয় নববর্ষ ২০২২-কে স্বাগত জানাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

নতুন বছরের প্রথম দিনে ২২ শিশুর বাড়িতে শুভেচ্ছা উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। গতকাল শনিবার সকালে পৌর এলাকার ২২ শিশুর বাড়িতে নতুন পোশাক, মাল্টার চারা, ফুল ও মিষ্টি নিয়ে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান। নতুন পোশাক ও উপজেলা চেয়ারম্যানকে কাছে পেয়ে খুশি হয়েছেন এ সব শিশু ও তাদের পরিবার। শুভেচ্ছা উপহার পাওয়া সব শিশু গেল বছর ২০২১ সালে জন্ম নিয়েছে।

উপজেলা চেয়ারম্যানের উপহার পেয়ে খুশি গাংড়া গ্রামের শিশু ফারিহা খাতুনের মা সোনিয়া খাতুন। তিনি বলেন, ‘নতুন বছরে উপজেলা চেয়ারম্যান আমার বাড়িতে বাচ্চার জন্য পোশাক ও মিষ্টি নিয়ে এসেছেন। এতে আমি খুব খুশি হয়েছি।’

নাজমা খানম বলেন, ‘নতুন বছরকে বরণ করতে অনেকে অনেক কিছুই করেন। আমি ভিন্নধর্মী কিছু করতে চেয়েছি। বছরের প্রথম দিনে পৌর এলাকার গাংড়া, মহাদেবপুর, মনিরামপুর, হাকোবা, স্বরূপদহ ও কামালপুর এলাকার ২২ শিশুর বাড়িতে নতুন পোশাক, ফলের চারা, ফুল ও মিষ্টি নিয়ে গিয়েছি। বাচ্চা ও তাঁদের মায়েদের সঙ্গে কয়েক ঘণ্টা কাটিয়েছি। সময়টা খুব উপভোগ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত