Ajker Patrika

পাইকগাছায় গাঁজাসহ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ১৯
পাইকগাছায় গাঁজাসহ যুবক আটক

পাইকগাছা থানা-পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে গাঁজাসহ আল মাসুদ রাজু (৩৬) নামে এক বিক্রেতাকে আটক করেছে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

মামলার তদন্তকরী কর্মকর্তা উপপরিদর্শক মো. আনজির হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাঁজা বিক্রি করছে এমন সংবাদ পাই। এ তথ্য পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে জানাই।

তাঁর দিক নির্দেশনায় পৌর সদরেরর ১ নম্বর ওয়ার্ডের মৃত নূরআলী গাজীর বাড়ীতে সহকরী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে নিয়ে অভিযান চালিয়ে আল-মাসুদ রাজু নামে একজকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তিতে বাড়িতে লুকিয়ে রাখা স্থান থেকে ৭ পুরিয়া গাঁজা বের করে দেয়।’

আনজির হোসেন আরও বলেন, ‘তিনি একজন মাদক বিক্রেতা ও অনেক দিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন রাজু গাঁজা ও ইয়াবা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তাঁর কাছে ইয়াবা খাওয়ার সরঞ্জাম পাওয়া গেছে। তাঁকে শনিবার (আজ) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত