Ajker Patrika

মুম্বাইয়ে নতুন কাজের খবর দিলেন শাকিব খান

মুম্বাইয়ে নতুন কাজের খবর দিলেন শাকিব খান

ভারতের বারাণসী থেকে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গতকাল বিকেলে দেশে পৌঁছান তিনি। দেশে ফিরেই শাকিব জানালেন, মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও সিনেমা আসছে। শাকিব খান বলেন, ‘দরদের মধ্য দিয়ে প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমার সঙ্গে যুক্ত হলাম আমরা। ছোট পরিসরে হোক আর বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও ভালো কাজ আসছে।’

শাকিব খানের এমন বক্তব্যের পর নতুন সিনেমার আপডেট দিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। জানালেন, এবারের সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিলে। গতকাল সন্ধ্যায় ফেসবুক পোস্টে মামুন লেখেন, ‘এপ্রিলের ডেট কনফার্ম। সিনেমা মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের, আর বাজেট ৪০ কোটি রুপি। গল্প লেখার কাজ শুরু।’

শাকিব খানের দেশের ফেরার খবর পেয়ে গতকাল দুপুর থেকেই বিমানবন্দরে ভিড় করেন তাঁর ভক্তরা। প্রিয় নায়কের নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে শাকিব খান বলেন, ‘এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

দরদ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘খুব ভালো একটি সিনেমা হচ্ছে। শুটিং সেটের ছবি প্রকাশ পাওয়ায় সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে, যখন সিনেমায় দেখবে তখন আরও ভালো লাগবে। আশা করছি সিনেমার গান, উপস্থাপনা, লোকেশন সবার পছন্দ হবে।’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত দরদ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, ইমতু রাতিশ, এলিনা শাম্মী, রিও প্রমুখ। দরদের বাকি অংশের কাজ শেষ করে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত