Ajker Patrika

অগ্নিকাণ্ডে পুড়ল ঘর ও আটটি দোকান

নোয়াখালী ও পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ০৯
অগ্নিকাণ্ডে পুড়ল ঘর ও আটটি দোকান

নোয়াখালীর সদর ও ফেনীর পরশুরাম উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে নোয়াখালী সদরের নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে ভোরের আগুনে পুড়ে যায় ছয়টি দোকান। আর দুপুরে পরশুরামের উত্তর বাজারে পুড়ে যায় একটি বসতঘর ও দুটি দোকান।

নোয়াখালীর ঘটনা সম্পর্কে জানা গেছে, গত বুধবার রাতে বাজারের দোকানগুলো বন্ধ করে নিজ-নিজ বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। ভোরের ফজরের নামাজ পড়তে ওঠা লোকজন বাজারের আদর্শ ফিড নামের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে যান। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তুর তার আগেই আদর্শ পোলট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইল স্টোর, সুবর্ণ ফার্মেসি, ইত্যাদি টেইলার্স ও জননী স্টোরের মালামাল ও টাকা পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এই আগুনে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আফসার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে।’

এদিকে পরশুরাম উত্তর বাজারের ঢাকা হোটেলে পেছনের একটি ঘরে আগুন লেগে পাশাপাশি তিনটি দোকান পুড়ে গেছে। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা হোটেলে আগুন লাগে। এ সময় লোকজন দৌড়াদৌড়ি করে হোটেল থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঢাকা হোটেলের স্বত্বাধিকারী আবদুল মমিন বলেন, দুপুরে হোটেলের পেছনে নারায়ণ চন্দ্র শীলের পরিত্যক্ত বসতঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তাঁর হোটেল ও উত্তর পাশে রাজীব চন্দ্র শীলের সাউন্ডের দোকানে ছড়িয়ে পড়ে।

পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সালাহুঞো মারমা বলেন, আগুন কোথা থেকে লাগে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি পরিত্যক্ত বসতঘর ও দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত