ফরিদপুর সংবাদদাতা
গত এক বছরে হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের আওতাধীন মহাসড়কগুলোয় দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে তিন শতাধিক ব্যক্তির। আহত তিন শতাধিক।
এদিকে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সড়কে বেপরোয়া চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে প্রায় ১৫ কোটি টাকা।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কগুলোয় জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২২৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মারা গেছে ৩০৫ জন। আহত হয়েছে ৩১৬ জন।
রিজিয়নের ৯৮৭ কিলোমিটার আওতাধীন হাইওয়ে পুলিশের ১৮টি থানা ও ফাঁড়ি রয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহাসড়কে বেপরোয়া যানবাহন চালানোর অপরাধে হাইওয়ে পুলিশ ১৩ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এদিকে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা।
ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) তুহিন লস্কর বলেন, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা শহরের আওতাধীন সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ৫ হাজার ৫৯৩টি মামলা করে এ জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, এ ছাড়া প্রায় ১০ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখানেও সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, মহাসড়কগুলোয় সাধারণ মানুষের চলাচল যাতে ব্যাহত না হয়, এ কারণে যানবাহনগুলোকে নজরদারিতে রাখে হাইওয়ে পুলিশ। বেপরোয়া চলাচলকারী যানবাহনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে স্পিডগান মেশিন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ১৮টি থানা ও ফাঁড়ির ৩৮টি টহল টিম মহাসড়কগুলোয় দায়িত্ব পালন করছে ২৪ ঘণ্টা। কুয়াশার কারণে ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটছে। রাতে বেশি কুয়াশা থাকায় অনেক সময় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার মধ্যে পুলিশের টহল টিমের গাড়ি চলাচলেও সমস্যা হয়, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কগুলোয় পুলিশ সদস্যরা কাজ করছে।
গত এক বছরে হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের আওতাধীন মহাসড়কগুলোয় দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে তিন শতাধিক ব্যক্তির। আহত তিন শতাধিক।
এদিকে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সড়কে বেপরোয়া চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে প্রায় ১৫ কোটি টাকা।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কগুলোয় জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২২৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মারা গেছে ৩০৫ জন। আহত হয়েছে ৩১৬ জন।
রিজিয়নের ৯৮৭ কিলোমিটার আওতাধীন হাইওয়ে পুলিশের ১৮টি থানা ও ফাঁড়ি রয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহাসড়কে বেপরোয়া যানবাহন চালানোর অপরাধে হাইওয়ে পুলিশ ১৩ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এদিকে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা।
ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) তুহিন লস্কর বলেন, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা শহরের আওতাধীন সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ৫ হাজার ৫৯৩টি মামলা করে এ জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, এ ছাড়া প্রায় ১০ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করে রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখানেও সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, মহাসড়কগুলোয় সাধারণ মানুষের চলাচল যাতে ব্যাহত না হয়, এ কারণে যানবাহনগুলোকে নজরদারিতে রাখে হাইওয়ে পুলিশ। বেপরোয়া চলাচলকারী যানবাহনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে স্পিডগান মেশিন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ১৮টি থানা ও ফাঁড়ির ৩৮টি টহল টিম মহাসড়কগুলোয় দায়িত্ব পালন করছে ২৪ ঘণ্টা। কুয়াশার কারণে ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটছে। রাতে বেশি কুয়াশা থাকায় অনেক সময় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার মধ্যে পুলিশের টহল টিমের গাড়ি চলাচলেও সমস্যা হয়, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কগুলোয় পুলিশ সদস্যরা কাজ করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪