যশোর প্রতিনিধি
জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি। কেননা তাঁরাই তৃণমূলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। যিনি সততার সঙ্গে সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করেন তিনিই নন্দিত হন।
তাঁরা বলেন, এ ক্ষেত্রে সব অবস্থায় কাজের স্বচ্ছতা ও জজবাবদিহি তাঁদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং সবারই এ পন্থা অবলম্বন করা উচিত।
যশোরে নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশের পাইলট প্রকল্পের এক সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সামাজিক সংগঠন রাইটস যশোর। প্রকল্পটির মাধ্যমে জেলার আটটি উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানেরা নির্বাচনের আগের ও পরের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন।
সভায় বক্তারা বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য উপার্জন করে। তবে তাঁদের জীবন চলার জন্য তা কতটুকু প্রয়োজন এটারও একটি গণ্ডি আছে। অতিরিক্ত অর্থ কখনই সুফল বয়ে আনে না। সেটি ধার্মিক বা সামাজিক, রাষ্ট্রীয় যে প্রেক্ষাপটেই হোক, তা বৈধ নয়।
বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধিরা আইডল। তাঁদের দেখে সাধারণ মানুষ শিখবেন। সুতরাং দেশ ও জাতি গঠনে তাঁরা যখন স্বচ্ছতা ও জবাবদিহির আওতাভুক্ত হবে, তখন অন্যরাও অনুপ্রাণিত হবেন। যাঁর প্রভাব পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। ফলে অন্যায়, অনিয়ম, দুর্নীতি কমে যাবে।
রাইটস যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান, দুদকের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নাগরিক অধিকার আন্দোলনের যশোরের আহ্বায়ক মাস্টার নূর জালাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু।
জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি। কেননা তাঁরাই তৃণমূলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। যিনি সততার সঙ্গে সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করেন তিনিই নন্দিত হন।
তাঁরা বলেন, এ ক্ষেত্রে সব অবস্থায় কাজের স্বচ্ছতা ও জজবাবদিহি তাঁদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং সবারই এ পন্থা অবলম্বন করা উচিত।
যশোরে নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশের পাইলট প্রকল্পের এক সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সামাজিক সংগঠন রাইটস যশোর। প্রকল্পটির মাধ্যমে জেলার আটটি উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানেরা নির্বাচনের আগের ও পরের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন।
সভায় বক্তারা বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য উপার্জন করে। তবে তাঁদের জীবন চলার জন্য তা কতটুকু প্রয়োজন এটারও একটি গণ্ডি আছে। অতিরিক্ত অর্থ কখনই সুফল বয়ে আনে না। সেটি ধার্মিক বা সামাজিক, রাষ্ট্রীয় যে প্রেক্ষাপটেই হোক, তা বৈধ নয়।
বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধিরা আইডল। তাঁদের দেখে সাধারণ মানুষ শিখবেন। সুতরাং দেশ ও জাতি গঠনে তাঁরা যখন স্বচ্ছতা ও জবাবদিহির আওতাভুক্ত হবে, তখন অন্যরাও অনুপ্রাণিত হবেন। যাঁর প্রভাব পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। ফলে অন্যায়, অনিয়ম, দুর্নীতি কমে যাবে।
রাইটস যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান, দুদকের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নাগরিক অধিকার আন্দোলনের যশোরের আহ্বায়ক মাস্টার নূর জালাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫