Ajker Patrika

‘জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকা দরকার’

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
‘জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকা দরকার’

জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি। কেননা তাঁরাই তৃণমূলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। যিনি সততার সঙ্গে সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করেন তিনিই নন্দিত হন।

তাঁরা বলেন, এ ক্ষেত্রে সব অবস্থায় কাজের স্বচ্ছতা ও জজবাবদিহি তাঁদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং সবারই এ পন্থা অবলম্বন করা উচিত।

যশোরে নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশের পাইলট প্রকল্পের এক সভায় বক্তারা এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সামাজিক সংগঠন রাইটস যশোর। প্রকল্পটির মাধ্যমে জেলার আটটি উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানেরা নির্বাচনের আগের ও পরের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন।

সভায় বক্তারা বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য উপার্জন করে। তবে তাঁদের জীবন চলার জন্য তা কতটুকু প্রয়োজন এটারও একটি গণ্ডি আছে। অতিরিক্ত অর্থ কখনই সুফল বয়ে আনে না। সেটি ধার্মিক বা সামাজিক, রাষ্ট্রীয় যে প্রেক্ষাপটেই হোক, তা বৈধ নয়।

বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধিরা আইডল। তাঁদের দেখে সাধারণ মানুষ শিখবেন। সুতরাং দেশ ও জাতি গঠনে তাঁরা যখন স্বচ্ছতা ও জবাবদিহির আওতাভুক্ত হবে, তখন অন্যরাও অনুপ্রাণিত হবেন। যাঁর প্রভাব পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। ফলে অন্যায়, অনিয়ম, দুর্নীতি কমে যাবে।

রাইটস যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান, দুদকের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নাগরিক অধিকার আন্দোলনের যশোরের আহ্বায়ক মাস্টার নূর জালাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত