Ajker Patrika

পুলিশ সদস্যসহ নিহত ৯

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯: ৩৯
পুলিশ সদস্যসহ নিহত ৯

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে গত শুক্রবার মধ্যরাতে। আর গতকাল শনিবার ছিল ২০২২ সালের প্রথম দিন। পুরোনোকে বিদায় জানানোর আর নতুনকে বরণ করে নেওয়ার এই সন্ধিক্ষণে দেশে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর ও নওগাঁয় দুজন করে নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকার বাইরে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁর পত্নীতলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড়সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পত্নীতলার পাহাড়কাটা গ্রামের জামান হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৩২) ও বদলগাছীর চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিব হোসেন (২০)।

স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার দিকে সারোয়ার হোসেন মোটরসাইকেলে করে পাহাড়কাটা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজাউলের মোটরসাইকেলের সঙ্গে সারোয়ারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন সারোয়ার ও রেজাউলের ছেলে হাবিব। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান সারোয়ার। হাবিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার গজারিয়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুজন নিহত হয়েছে। তারা হলো সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ফরিদপুরের নগরকান্দার গজারিয়ায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়।

রংপুর-দিনাজপুর মহাসড়কে রংপুরের তারাগঞ্জের বালাপাড়া-বরাতি মোড়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশকোচ। এ সময় বাসটির ধাক্কায় ছাবেদ আলী (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। নিহত ছাবেদ আলীর বাড়ি তারাগঞ্জের অনন্তপুর গ্রামে। আহত বাসযাত্রীদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালীর দুমকির লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় গতকাল দুপুরে বেপরোয়া গতির ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শওকত হোসেন (৪৫) নিহত হয়েছেন। তিনি পটুয়াখালী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে।

যশোরের বাঘারপাড়ার পুখুরিয়া বাজার এলাকায় গতকাল সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী নাজমুল হোসেন (৩০) নিহত হয়েছেন। তিনি বাঘারপাড়া সদরের ইসান মোল্লার ছেলে।

গাইবান্ধার ধোপাডাঙ্গায় ধোপাডাঙ্গা-নলডাঙ্গা সড়কে শুক্রবার সন্ধ্যায় ট্রাকচাপায় আনছার মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর গ্রামের বাসিন্দা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় জসিম উদ্দিন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মোকাম গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত