Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশের প্রেক্ষাগৃহে ঢাকাই তিন সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে একটি হলিউড সিনেমা। ধ্রুব হাসানের ‘ফাতিমা’, সফিকুল আলমের ‘সুস্বাগতম’, বাবু সিদ্দিকির ‘ময়নার শেষ কথা’ সিনেমার সঙ্গে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’। 

ফাতিমা 
ফাতিমা ও সুবর্ণা নামের দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে ফাতিমার কাহিনি। বানিয়েছেন ধ্রুব হাসান। চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। তখন নাম ছিল ‘দাহকাল’। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন। ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। আরও আছেন তারিক আনাম খান, ইয়াশ রোহান, সুমিত প্রমুখ। 

সুস্বাগতম 
রহিমন নামের এক মেয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। একটি বিমানকে সে মেরামত করে। তবে কিছুক্ষণ ওড়ার পর সেটি পানিতে পড়ে যায়। হাসানের সঙ্গে বিয়ের পর সন্তান প্রসব করার সময় মারা যায় রহিমন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পাইলট বানানোর স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করে হাসান। এমন গল্পে সফিকুল আলম বানিয়েছেন সুস্বাগতম। এটি নির্মাতার প্রথম সিনেমা। সুস্বাগতম সিনেমায় মা ও মেয়ে—দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করেছেন নিরব। যুবক ও বৃদ্ধ—দুই বয়সের চরিত্রেই দেখা যাবে তাঁকে। আরও আছেন নিপুণ আক্তার, মাহমুদুল হাসান মিঠু, আয়েশ, মারুফ আকিব, অলোকা সরকার প্রমুখ। 

‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার দৃশ্যময়নার শেষ কথা 
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ময়নার শেষ কথা। ময়না ও তাঁর ভাইয়ের গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় বাবু সিদ্দিকী। এই সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে বাবু সিদ্দিকীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাখাওয়াত সাগর, সানাই মাহবুব, রাসেল মিয়া, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, মাহমুদুল ইসলাম মিঠু, ইরা সিকদার প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত