Ajker Patrika

প্রচার শেষ আজ, আছে উদ্বেগ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
প্রচার শেষ আজ, আছে উদ্বেগ

পঞ্চম ধাপে আগামী বুধবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট, চান্দিনা ও লালমাই উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে ভোটের প্রচার। কিন্তু এসব ইউপিতেও আগের চারটি ধাপের মতো উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নির্বাচনী কার্যালয়ে হামলা, কর্মী নিহত, হত্যার হুমকিসহ বিভিন্ন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

ইউপিগুলোর মধ্যে নাঙ্গলকোটের আটটি, লালমাই উপজেলার পাঁচটি ও চান্দিনা উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন হচ্ছে। শেষ মুহূর্তে ইউনিয়নগুলোর বিভিন্ন রাস্তায় মাইকিং ও মিছিলে এক উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রার্থীদের অভিযোগের অন্ত নেই। এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে ছুড়ছেন অভিযোগের তীর। তবে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফখরুল কবির জহিরের নির্বাচনী প্রচারে বাধাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল কবির জহির বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে নৌকার প্রার্থী বাছির আমাকে চাপ দিচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দখল করে নেবেন বলে হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় আমি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত।’

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, ‘গত দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে কাজ করেছি। আচরণবিধি মোতাবেক নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাকে সার্বিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে আওয়ামী লীগের প্রার্থী এয়াকুব আলী মজুমদারের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নাঙ্গলকোটের পেড়িয়া ইউপিতে নির্বাচনী সহিংসতায় আহত হওয়া ছাত্রলীগ নেতা শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলায় এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত