Ajker Patrika

ডাইনোসরের সঙ্গে বন্ধুত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৩৫
ডাইনোসরের সঙ্গে বন্ধুত্ব

ডাইনোসরের কথা মনে হলে হিংস্র এক প্রাণীর কথা মনে হয়, তাই না? মানুষ দেখলে ডাইনোসর হিংস্র হয়ে উঠবে–এটাই যেন স্বাভাবিক। কিন্তু অন্যদের মতো ভয়ংকর হয়ে উঠতে পারেনি আরলো। মানবশিশু স্পট তার হাতের নাগালে থাকলেও নির্দয় হয়ে মারতে পারেনি সে। কিন্তু ছেড়েও দিতে পারেনি। তাকে অনুসরণ করে গতিবিধির ওপর নজর রাখতে রাখতেই সে বিপদে পড়ে।

বিপদের সময় স্পটকে সে কাছে পায়। বন্দিদশা থেকে মুক্ত করে আরলোর জন্য খাবারও আনে স্পট। এতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

অনেক ঝড়ঝাপটা পেরিয়ে স্পট তার পরিবারকে খুঁজে পায়। তবে বন্ধুকে ছেড়ে যেতে রাজি হয় না। কিন্তু মানুষ কি আর একা একা বাঁচতে পারে? বেঁচে থাকার জন্য পরিবারেরও তো প্রয়োজন। এ কথা বুঝতে পেরে আরলো নিজেই তাকে ফিরিয়ে দেয়। আর নিজে গিয়ে হাজির হয় চিরচেনা গ্রামে। সেখানে সে নিজের পরিবারের দায়িত্ব নিয়ে সুখে-শান্তিতে দিন পার করে।

সিনেমাটি দেখতে বসলে শেষ না করে ওঠা মুশকিল; বিশেষ করে আরলো আর ছোট্ট আদুরে শিশু স্পটকে দেখে তোমাদের মায়াই লাগবে। হাতে সময় থাকলে দেরি না করে দেখে ফেলতে পারো পেক্সার অ্যানিমেশন স্টুডিওর ছবি‘দা গুড ডাইনোসর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত