আবদুল হামিদ, ঢাকা
মাত্র দুই দিনের ব্যবধানে সর্বস্ব হারান দুই প্রবাসী। তাঁদের একজনকে অজ্ঞান করে আর অপরজনকে অস্ত্রের মুখে ফেলে সর্বস্ব লুটে নেয় একটি চক্র। সব মিলে তাঁদের খোয়া গেছে প্রায় ৫ লাখ টাকা। গত ৫ বছরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অর্ধশতাধিক প্রবাসী এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কিন্তু এসব ঘটনায় মামলা হয়েছে কেবল সাতটি।
ডিবির উত্তরা বিভাগের এডিসি কায়সার রিজভী কোরায়েশী আজকের পত্রিকাকে জানান, চক্রটির মোট সদস্য ৮-১০ জন। এদের একটি অংশ বিমানবন্দরের ভেতরে থেকে নানা তথ্য দেয়। আরেকটি অংশ সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকে। বিমানবন্দর থেকে বের হওয়ার দরজায় ছদ্মবেশে অবস্থান করে। আবার চালক সেজে গাড়ি নিয়ে বসে থাকে।
গত ১৬ অক্টোবর এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য জানতে পারে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, টার্গেট করা ব্যক্তির সঙ্গে নানা কৌশলে সম্পর্ক তৈরি করে কথার ফাঁকে ফাঁকে জেনে নেয় পরবর্তী যাত্রাপথ, বাড়ির রাস্তা। সম্পর্ক কাজে লাগিয়ে অনেককেই অজ্ঞান করে ফেলে। তাতে কাজ না হলে ঠেকিয়ে দেয় অস্ত্র।
ভুক্তভোগীদের একজন লন্ডনপ্রবাসী ওমর শরিফের বোন-জামাই ইসাহাক আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ অক্টোবর ভোরে বিমানবন্দর এসে পৌঁছায় শরিফ। তখন পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি জানতে চায় কোথায় যাবেন। শরিফ নাটোর যাওয়ার কথা বললে তারা দুজনও বলে, আমরা সঙ্গে যাব। আমরা কাতার থেকে এসেছি। চলেন একসঙ্গে বাড়ি যাই। বাসে টিকিট কেটে তারা একসঙ্গেই বাড়ির পথ ধরে। বিকেল ৫টায় বাসটি সিরাজগঞ্জের একটি রেস্তোরাঁর সামনে থামলে সবাই মিলে ডাব খায়। পরে বাসে ওঠার পরই অজ্ঞান হয়ে যায় শরিফ।
বাসের সুপারভাইজার বলেন, নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া বাইপাস মোড়ে নেমে যায় ওই চক্রের সদস্যরা। বাস থেকে নামার সময় বক্সে থাকা দুটি লাগেজ নিয়ে যায়। কিন্তু বাসের সবাই ভেবেছিলেন তারা যাত্রীই। এর মধ্যে শরিফের জ্ঞান ফিরলে, ঠিকানা অনুযায়ী কাউন্টারের লোকজনই তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
প্রবাসী শরিফ জানান, ‘জ্ঞান ফিরে দেখি আমার পকেটে থাকা এক লাখ টাকা দামের একটি মোবাইল ফোন নেই। নেই লাগেজ, পাসপোর্ট, একটি আইপ্যাড ও নগদ দুই লাখ টাকা।’
মিশর প্রবাসী লিটন আজকের পত্রিকাকে বলেন, গত ৭ অক্টোবর সকালে আমি বিমান থেকে নামি। এ সময় একজন এসে আমার নাম-ঠিকানা জানতে চায়। আমি বিদেশ থেকে এসেছি, এটা শুনেই সে ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমার লাগেজ কেড়ে নেয়।
সার্বিক বিষয়ে এডিসি কায়সার রিজভী কোরায়েশী বলেন, চক্রটি ঢাকার অন্য জায়গায় কিছুই করছে না। এদের টার্গেট প্রবাসীরা। তা ছাড়া কিছুদিনের জন্য দেশে বেড়াতে আসা প্রবাসীরা মামলায় জড়াতে চান না। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা।
মাত্র দুই দিনের ব্যবধানে সর্বস্ব হারান দুই প্রবাসী। তাঁদের একজনকে অজ্ঞান করে আর অপরজনকে অস্ত্রের মুখে ফেলে সর্বস্ব লুটে নেয় একটি চক্র। সব মিলে তাঁদের খোয়া গেছে প্রায় ৫ লাখ টাকা। গত ৫ বছরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অর্ধশতাধিক প্রবাসী এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কিন্তু এসব ঘটনায় মামলা হয়েছে কেবল সাতটি।
ডিবির উত্তরা বিভাগের এডিসি কায়সার রিজভী কোরায়েশী আজকের পত্রিকাকে জানান, চক্রটির মোট সদস্য ৮-১০ জন। এদের একটি অংশ বিমানবন্দরের ভেতরে থেকে নানা তথ্য দেয়। আরেকটি অংশ সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকে। বিমানবন্দর থেকে বের হওয়ার দরজায় ছদ্মবেশে অবস্থান করে। আবার চালক সেজে গাড়ি নিয়ে বসে থাকে।
গত ১৬ অক্টোবর এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য জানতে পারে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, টার্গেট করা ব্যক্তির সঙ্গে নানা কৌশলে সম্পর্ক তৈরি করে কথার ফাঁকে ফাঁকে জেনে নেয় পরবর্তী যাত্রাপথ, বাড়ির রাস্তা। সম্পর্ক কাজে লাগিয়ে অনেককেই অজ্ঞান করে ফেলে। তাতে কাজ না হলে ঠেকিয়ে দেয় অস্ত্র।
ভুক্তভোগীদের একজন লন্ডনপ্রবাসী ওমর শরিফের বোন-জামাই ইসাহাক আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ অক্টোবর ভোরে বিমানবন্দর এসে পৌঁছায় শরিফ। তখন পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি জানতে চায় কোথায় যাবেন। শরিফ নাটোর যাওয়ার কথা বললে তারা দুজনও বলে, আমরা সঙ্গে যাব। আমরা কাতার থেকে এসেছি। চলেন একসঙ্গে বাড়ি যাই। বাসে টিকিট কেটে তারা একসঙ্গেই বাড়ির পথ ধরে। বিকেল ৫টায় বাসটি সিরাজগঞ্জের একটি রেস্তোরাঁর সামনে থামলে সবাই মিলে ডাব খায়। পরে বাসে ওঠার পরই অজ্ঞান হয়ে যায় শরিফ।
বাসের সুপারভাইজার বলেন, নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া বাইপাস মোড়ে নেমে যায় ওই চক্রের সদস্যরা। বাস থেকে নামার সময় বক্সে থাকা দুটি লাগেজ নিয়ে যায়। কিন্তু বাসের সবাই ভেবেছিলেন তারা যাত্রীই। এর মধ্যে শরিফের জ্ঞান ফিরলে, ঠিকানা অনুযায়ী কাউন্টারের লোকজনই তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
প্রবাসী শরিফ জানান, ‘জ্ঞান ফিরে দেখি আমার পকেটে থাকা এক লাখ টাকা দামের একটি মোবাইল ফোন নেই। নেই লাগেজ, পাসপোর্ট, একটি আইপ্যাড ও নগদ দুই লাখ টাকা।’
মিশর প্রবাসী লিটন আজকের পত্রিকাকে বলেন, গত ৭ অক্টোবর সকালে আমি বিমান থেকে নামি। এ সময় একজন এসে আমার নাম-ঠিকানা জানতে চায়। আমি বিদেশ থেকে এসেছি, এটা শুনেই সে ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমার লাগেজ কেড়ে নেয়।
সার্বিক বিষয়ে এডিসি কায়সার রিজভী কোরায়েশী বলেন, চক্রটি ঢাকার অন্য জায়গায় কিছুই করছে না। এদের টার্গেট প্রবাসীরা। তা ছাড়া কিছুদিনের জন্য দেশে বেড়াতে আসা প্রবাসীরা মামলায় জড়াতে চান না। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১৯ দিন আগেভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫