Ajker Patrika

প্রতিবাদ

সম্পাদকীয়
প্রতিবাদ

বই ছাড়া জীবন চলতে পারে, সেটা ভাবতেই পারতেন না অভিনয়শিল্পী গোলাম মুস্তাফা। রাতে শোয়ার আগেও একবার কোনো বইয়ে চোখ বুলিয়ে না নিলে ঘুম আসত না। নিজের ব্যাপারে ছিলেন উদাসীন। থাকতেন মধুবাগে ভাড়াবাড়িতে। বনানীতে একটা জায়গা ছিল, কিন্তু ঋণ নিয়ে বাড়ি করার কথা ভাবতেই পারতেন না। স্ত্রী হোসনে আরা কখনো যদি ঋণের কথা মনে করিয়ে দিতেন, তাহলে ‘হ্যাঁ, যোগাযোগ করছি’ বলতেন এমনভাবে, যেন এখনই মুশকিল আসান করে ফিরবেন। বাড়িটা এই উঠল বলে। আসলে সেদিক মাড়াতেনও না।

মুস্তাফা জানতেন, অভিনয়টাই তাঁর জীবন, রুটি-রুজির একমাত্র ভরসা। সেই যে চিত্র পরিচালক এহতেশাম তাঁকে নিলেন ‘রাজধানীর বুকে’ সিনেমায়, তার পর থেকে অভিনয় ছাড়া আর কিছুই ভাবেননি। হ্যাঁ, আবৃত্তি করেছেন। সেটাও তো ওই পারফরম্যান্সই।

যখন অভিনয় করে নাম করেছেন, তখন পশ্চিম পাকিস্তান থেকে অনেক ছবিতে অভিনয় করার অফার পেতেন, কিন্তু তিনি তো অভিনয় করেন নিজের শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার জন্য। আদর্শই সম্বল।

কিন্তু সেটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। চারদিকেই স্থূলতার যে জয়গান শুরু হলো, তাতে বেঁচে থাকতে হলে আপস করা ছাড়া উপায় নেই। মারদাঙ্গা রুচিহীন ছবিতেও অভিনয় করতে হয়েছে। খুবই হতাশ হয়ে পড়েছিলেন চলচ্চিত্র বিষয়ে।

সে সময়ই বাংলাদেশ টেলিভিশনে একটা সুন্দর নাটক রেকর্ডিং করে এসে বেশ খোশমেজাজে ছিলেন। ভালো প্লট, ভালো সংলাপ, মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু নাটক দেখতে বসে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। ‘পাকিস্তানি বাহিনী’ শব্দ দুটি ছেঁটে ফেলা হয়েছে সংলাপ থেকে! মুক্তিযুদ্ধ বিষয়ে কথা যে-ই এসেছে, অমনি কেটে দেওয়া হয়েছে সংলাপ।

এটা মেনে নেননি তিনি। কদিনের মধ্যেই পত্রিকায় তিনি প্রতিবাদলিপি পাঠিয়েছেন। তিনি জানতেন, এই প্রতিবাদলিপি প্রকাশের পর টেলিভিশন তাঁকে আর নাটকে ডাকবে না।

কিন্তু পাকিস্তানি দালালির বিরুদ্ধে সোচ্চার না হয়ে পারেননি গোলাম মুস্তাফা। 

সূত্র: মালেকা বেগম, শুভ্র সমুজ্জ্বল, পৃষ্ঠা ১০৩-১০৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত