মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
সরকারি নির্দেশনা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের নামে কোনো সড়কের নামকরণ করা হয়নি। এ বিষয়ে নির্দেশ আসার দুই বছর হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ তাঁদের পরিবারের সদস্যরা।
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আছেন ৩৫০ জন। তাঁদের মধ্যে ১০৫ জন যুদ্ধাহত ভাতা এবং ২৪৫ জন সম্মানী ভাতা পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। তবে ফুলবাড়ীতে এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের নামে একটি সড়কের নামকরণসহ তা পাকা করতে গত ১৯ সেপ্টেম্বর আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা এছার উদ্দিন বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আবারও মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা হবে।’
আরেক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কথা হলে বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস বলেন, ‘কিছুদিন আগে আইডিভুক্ত সড়ক নামকরণের বিষয়ে আমাদের কাছে চাহিদা চাওয়া হয়, তবে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়টি জানা নেই।’
তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘সড়ক নামকরণের বিষয়ে সব চেয়ারম্যানের কাছে চাহিদা চাওয়া হয়েছে। তাঁরা চাহিদা না দেওয়ার কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এবারের মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলা হবে।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন জানান, মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়ে তিনি জানেন না। তাঁকে লিখিত কোনো চিঠিও দেওয়া হয়নি। তবে পৌর পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে পৌর শহরের সড়কগুলোর নামকরণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, সড়ক নামকরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সরকারি নির্দেশনা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের নামে কোনো সড়কের নামকরণ করা হয়নি। এ বিষয়ে নির্দেশ আসার দুই বছর হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ তাঁদের পরিবারের সদস্যরা।
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা আছেন ৩৫০ জন। তাঁদের মধ্যে ১০৫ জন যুদ্ধাহত ভাতা এবং ২৪৫ জন সম্মানী ভাতা পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়। তবে ফুলবাড়ীতে এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের নামে একটি সড়কের নামকরণসহ তা পাকা করতে গত ১৯ সেপ্টেম্বর আবেদন করেছেন।
মুক্তিযোদ্ধা এছার উদ্দিন বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আবারও মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা হবে।’
আরেক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কথা হলে বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস বলেন, ‘কিছুদিন আগে আইডিভুক্ত সড়ক নামকরণের বিষয়ে আমাদের কাছে চাহিদা চাওয়া হয়, তবে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়টি জানা নেই।’
তবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘সড়ক নামকরণের বিষয়ে সব চেয়ারম্যানের কাছে চাহিদা চাওয়া হয়েছে। তাঁরা চাহিদা না দেওয়ার কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এবারের মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলা হবে।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন জানান, মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের বিষয়ে তিনি জানেন না। তাঁকে লিখিত কোনো চিঠিও দেওয়া হয়নি। তবে পৌর পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে পৌর শহরের সড়কগুলোর নামকরণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, সড়ক নামকরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫