সখীপুর প্রতিনিধি
সখীপুর উপজেলার সর্বত্র অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন শক্তিবর্ধক পানীয় (ড্রিংকস)। নিয়মিত পান করে আসক্ত হয়ে পড়ছেন মধ্য ও উঠতি বয়সের যুবকেরা। এতে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলছেন চিকিৎসকেরা। সদরসহ গ্রামীণ বাজারগুলোর মুদিদোকান, এমনকি চা-দোকানেও পাওয়া যাচ্ছে এসব ভেজাল পানীয়। লাভ বেশি হওয়ায় অবাধে বিক্রি করছেন দোকানিরা।
সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা গেছে, শহর থেকে অজপাড়াগাঁও, হাটবাজার, পান-সিগারেট, কনফেকশনারি ও মুদিদোকানগুলোতেও বিভিন্ন নামী-বেনামি কোম্পানির পানীয় বিক্রি হচ্ছে। সন্ধ্যা হলেই এসব পানীয় কিনতে যুবক থেকে মধ্যবয়সী ও পঞ্চাশোর্ধ্বরাও দোকানের আশপাশে ঘুরঘুর করেন। আর দোকানিরা এসব পানীয়কে হারবাল, আয়ুর্বেদ, ইউনানি ওষুধ বলে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিক্রেতার (মুদিদোকানি) সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কোম্পানির প্রস্তুত করা শক্তিবর্ধক সিরাপগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে বাজারে সরবরাহ করা হয়। এসব বোতলের গায়ে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সিল লাগানো থাকে। তাই তাঁরা মনে করেন, এটা বৈধ ও অন্যান্য এনার্জি ড্রিংকসের মতো স্বাভাবিক পানীয়। এসব পানীয় বিক্রি করে প্রতি বোতল থেকে ২০-৩০ টাকা পর্যন্ত মুনাফা পাচ্ছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সেবনকারী বলেন, এর ক্ষতিকর দিক জানা নেই। তিনি বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মতোই মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের গবেষণা সদস্য ও রিসার্চ কো-অর্ডিনেটর খান তাজুল আরেফিন রাসেল আজকের পত্রিকাকে বলেন, এসব পানীয় কোনোভাবেই আয়ুর্বেদ, ইউনানি বা হারবাল ওষুধ হতে পারে না। হারবাল ওষুধ মনে করে এসব পানীয় সেবন করা কোনোভাবেই উচিত নয়। সাময়িক শক্তি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে যৌনক্ষমতা একেবারে হারিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এসব পানীয় উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে। তাই যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সখীপুর উপজেলার সর্বত্র অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন শক্তিবর্ধক পানীয় (ড্রিংকস)। নিয়মিত পান করে আসক্ত হয়ে পড়ছেন মধ্য ও উঠতি বয়সের যুবকেরা। এতে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলছেন চিকিৎসকেরা। সদরসহ গ্রামীণ বাজারগুলোর মুদিদোকান, এমনকি চা-দোকানেও পাওয়া যাচ্ছে এসব ভেজাল পানীয়। লাভ বেশি হওয়ায় অবাধে বিক্রি করছেন দোকানিরা।
সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা গেছে, শহর থেকে অজপাড়াগাঁও, হাটবাজার, পান-সিগারেট, কনফেকশনারি ও মুদিদোকানগুলোতেও বিভিন্ন নামী-বেনামি কোম্পানির পানীয় বিক্রি হচ্ছে। সন্ধ্যা হলেই এসব পানীয় কিনতে যুবক থেকে মধ্যবয়সী ও পঞ্চাশোর্ধ্বরাও দোকানের আশপাশে ঘুরঘুর করেন। আর দোকানিরা এসব পানীয়কে হারবাল, আয়ুর্বেদ, ইউনানি ওষুধ বলে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিক্রেতার (মুদিদোকানি) সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কোম্পানির প্রস্তুত করা শক্তিবর্ধক সিরাপগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে বাজারে সরবরাহ করা হয়। এসব বোতলের গায়ে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সিল লাগানো থাকে। তাই তাঁরা মনে করেন, এটা বৈধ ও অন্যান্য এনার্জি ড্রিংকসের মতো স্বাভাবিক পানীয়। এসব পানীয় বিক্রি করে প্রতি বোতল থেকে ২০-৩০ টাকা পর্যন্ত মুনাফা পাচ্ছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সেবনকারী বলেন, এর ক্ষতিকর দিক জানা নেই। তিনি বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মতোই মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের গবেষণা সদস্য ও রিসার্চ কো-অর্ডিনেটর খান তাজুল আরেফিন রাসেল আজকের পত্রিকাকে বলেন, এসব পানীয় কোনোভাবেই আয়ুর্বেদ, ইউনানি বা হারবাল ওষুধ হতে পারে না। হারবাল ওষুধ মনে করে এসব পানীয় সেবন করা কোনোভাবেই উচিত নয়। সাময়িক শক্তি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে যৌনক্ষমতা একেবারে হারিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এসব পানীয় উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে। তাই যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪