বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকেলে নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এই আয়োজন করে জেলা প্রশাসন।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘বলেছিলাম খেলা হবে। সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, নৌকাবাইচসহ গ্রামীণ খেলাগুলো প্রতিবছর আয়োজন করা হবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিল। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’
প্রতিযোগিতায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিক্রিরচর পর্যন্ত প্রায় পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে। নারায়ণগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ থেকে আটটি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় এনায়েতনগর ইউনিয়ন, দ্বিতীয় কাশিপুর ইউনিয়নের নৌকা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস প্রমুখ।
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকেলে নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এই আয়োজন করে জেলা প্রশাসন।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘বলেছিলাম খেলা হবে। সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, নৌকাবাইচসহ গ্রামীণ খেলাগুলো প্রতিবছর আয়োজন করা হবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিল। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’
প্রতিযোগিতায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিক্রিরচর পর্যন্ত প্রায় পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে। নারায়ণগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ থেকে আটটি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় এনায়েতনগর ইউনিয়ন, দ্বিতীয় কাশিপুর ইউনিয়নের নৌকা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস প্রমুখ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫