Ajker Patrika

ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ৫৪
ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান

সারা দেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাগেরহাট ও গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়া অপেক্ষা করে গতকাল মঙ্গলবার সকাল ও দুপুরে বাগেরহাট ও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা ও সমাবেশ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে জেলা ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেষ্ঠ্য সহসভাপতি শেখ মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্কাস, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, মহিলা যুবলীগের সভাপতি পর্শিয়া সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃষ্টি উপেক্ষা করে গতকাল দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের কার্যালয় থেকে এই শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাসস্ট্যান্ডের পুরোনো আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ হয়।

কোটালীপাড়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ করা হয়।

বাগেরহাট: বাগেরহাটে জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট শহরের সাধনার মোড়ে আয়োজিত এই সমাবেশ হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, লিয়াকত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের রেল রোডের কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধনার মোড়ে এসে শেষ হয়।

মোংলা, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতির শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মের শতাধিক মানুষ। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্প যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

কচুয়া, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় কচুয়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত