Ajker Patrika

দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৩৫
দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণে অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে মতলব পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় অবৈধ বিদ্যুৎসংযোগের অপরাধে দুজনকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। গত শনিবার উপজেলার দগরপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দগরপুর বাজারের খোরশেদ আলম ও খোরশেদ আলম অবৈধ বিদ্যুৎসংযোগ নিয়ে অটোরিকশায় (মিশুক) চার্জ দিয়ে ব্যবসা করে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতে গত শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

এ সময় দুটি অবৈধ বিদ্যুৎসংযোগই বিচ্ছিন্ন করে উভয়কে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করেন। এর মধ্যে খোরশেদ আলমকে ১ লাখ ৫০ হাজার ও খোরশেদ আলমকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে উভয়কে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অঙ্গীকারনামা নিয়ে উভয়ের বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করা হয়েছে।

পল্লী বিদ্যুতের এসিও মো. রবিউল আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ বিদ্যুৎসংযোগে মিশুকের ব্যাটারিতে চার্জ দিয়ে চালকের কাছ থেকে গড়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা নিতেন তাঁরা। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত