Ajker Patrika

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাকা ঘর

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৬
মুক্তিযোদ্ধার সন্তানদের  জন্য পাকা ঘর

যশোরের ঝিকরগাছায় তিন মুক্তিযোদ্ধার সন্তানদের পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন শাহজাহান আলী। উপজেলার গদখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যক্তি উদ্যোগে এই ঘর তিনটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। শাহজাহান আলী উপজেলার বেনেয়ালী গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে। তিনি গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি।

গদখালীর কামারপাড়া গ্রামের হারুনার রশীদের বাড়ি গিয়ে দেখা যায়, তিন কামরাবিশিষ্ট একটি বাড়ি নির্মাণের কাজ চলছে। হারুনার রশীদ ওই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হায়দার আলী বিশ্বাসের ছেলে।

হারুনার রশীদ বলেন, সাত শতক বসতভিটা ছাড়া আর কিছুই নেই। দিন মজুর খেটে সংসার চালানোই দায়। সেখানে পাকা ঘরে বসবাস কখনো ভাবিনি। টিনের ছাউনির তিন কামরার এ বাড়িটি করতে তিন লাখ টাকা খরচ হচ্ছে। খরচের সমস্ত টাকা শাহজাহান আলী দিচ্ছেন।

হারুনার রশীদের স্ত্রী ছবিরোন নেছা বলেন, তিন সন্তান নিয়ে বেড়ার ঘরে থাকতাম। শাহজাহান চাচা আমাদের স্বপ্ন পূরণ করেছেন।

পারভীনা খাতুন। স্বামী জসিম উদ্দীন ভূমিহীন। তাই বাবার দেওয়া তিন শতক জমির ওপর একটি খুপরি ঘরে বসবাস করেন। বাবা মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেন। পারভীনা খাতুন জানান, বড় মেয়েটি কলেজে পড়ে। দুই সন্তান নিয়ে খুপরির জায়গায় পাকা ঘরে বসবাস করতে পারব কখনো ভাবতেও পারিনি।

শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, চলতি বছর অসহায় তিন মুক্তিযোদ্ধা পরিবারে বাড়ি নির্মাণ শেষ করব। ভবিষ্যতে আরও করার ইচ্ছা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত