Ajker Patrika

নরসিংদীতে দুজনের করোনা শনাক্ত

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬: ৫৫
নরসিংদীতে দুজনের করোনা শনাক্ত

নরসিংদীতে একদিনে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৮২ জনে। গত রোববার নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩টি অ্যান্টিজেন পরীক্ষা ও আরটিপিসিআর ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৮৯ জন, রায়পুরাতে ৬১৪ জন, বেলাবতে ৭৩২ জন, মনোহরদী ৮৯৬ জন, শিবপুরে ১ হাজার ৪০৮ জন, পলাশে ১৬৪৩ জন।

এ পর্যন্ত ৫৭ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি মোট করোনা রোগীর সংখ্যা ৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত