Ajker Patrika

বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৭
বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ মোটর শোভাযাত্রা করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান শোভাযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে আট কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিপ, টুরিস্ট পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ঘোড়া দিঘির পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম এই সভার সভাপতিত্ব করেন।

সভায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটি বাগেরহাটে অবস্থিত। একটি সুন্দরবন এবং অপরটি ষাটগম্বুজ। এই দুই বিশ্ব ঐতিহ্য ঘিরে বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশের অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই দুই স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পর্যটন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত