Ajker Patrika

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব

মুফতি আবু দারদা
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব

মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, খালা-খালু, ফুপা-ফুপু, নানা-নানি, দাদা-দাদিসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় জোর দেয় ইসলাম। সমাজের ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষায় এই সম্প্রীতির কোনো বিকল্প নেই। আত্মীয়তার সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। রক্ত সম্পর্কের আত্মীয়, দুধ সম্পর্কের আত্মীয় এবং বৈবাহিক সম্পর্কের আত্মীয়।

রক্ত সম্পর্কের আত্মীয় ও দুধ সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কের কথা তো আছেই, বৈবাহিক সম্পর্কের আত্মীয়দের প্রতিও ভালো ব্যবহার করার জোর তাগিদ দিয়েছেন মহানবী (সা.)। তাঁর মুক্ত দাস মারিয়া কিবতিয়া, যিনি পরে স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন, তাঁর জন্মস্থান ছিল মিসর। এ জন্য সাহাবায়ে কেরাম যখন মিসর জয় করছিলেন, তখন মহানবী (সা.) তাঁদের মিসরবাসীর সঙ্গে ভালো আচরণের আদেশ দিয়েছিলেন। (মুসলিম)

মা-বাবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রত্যেক সন্তানের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘আমরা মানুষকে মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আনকাবুত: ৮) তাঁদের অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহের একটি। হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না?’ সবাই বললেন, ‘হ্যাঁ, বলুন হে আল্লাহর রাসুল।’ তিনি বললেন, ‘আল্লাহর সঙ্গে শরিক করা এবং মা-বাবার অবাধ্য হওয়া।’ (বুখারি)

মা-বাবা অমুসলিম হলেও তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে তাঁদের কথা মান্য করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। হজরত আসমা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.)-এর যুগে আমার মা রাগিবা (অমুসলিম) আমার কাছে এলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘তার সঙ্গে কি আমি সম্পর্ক বজায় রাখব?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ (বুখারি)

এর বাইরে অন্য আত্মীয়দের সঙ্গেও সুসম্পর্ক রক্ষা করা জরুরি। মহানবী (সা.) বলেছেন, ‘তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে।’ (বুখারি)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত