Ajker Patrika

রামগড়ে প্রশ্ন ফাঁস হওয়া পরীক্ষা বাতিল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৫২
রামগড়ে প্রশ্ন ফাঁস হওয়া পরীক্ষা বাতিল

খাগড়াছড়ির রামগড় উপজেলার বলিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত সব পরীক্ষা বাতিল করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। গত বুধবার থেকে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়।

শিক্ষার্থী-অভিভাবক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষক পরীক্ষার দুই দিন আগেই তাঁদের কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের ওই প্রশ্ন দেন। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ৪০ টাকা করে নিয়েছেন তাঁরা। গত বুধবার ইংরেজি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। গতকাল শনিবার সেই প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হয়। এর আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব বিদ্যালয়ের বিভাগীয় শিক্ষকদের। তিনজন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে অসদুপায় অবলম্বন করায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার আজকের পত্রিকাকে জানান, অভিযোগের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় বিদ্যালয়টির সব পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের একদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা জানান, ‘এভাবে প্রশ্নপত্র ফাঁস করা জাতির জন্য ক্ষতিকর। বিষয়টি জেনেই সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত