Ajker Patrika

ঈদের উপহার হোক ওয়াটার পিউরিফায়ার

মো. মাহাদি হাসান
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৯: ৪১
ঈদের উপহার হোক ওয়াটার পিউরিফায়ার

বর্তমানে দেশজুড়ে বিশুদ্ধ পানির সংকট চলছে। এ সময়টাতে প্রতিবছর ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যায়। এ জন্য পানিতে থাকা জীবাণুর ঘনত্ব বাড়ে। জীবাণুযুক্ত পানি মানুষের শরীরে স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সে ক্ষেত্রে পানি জীবাণুমুক্ত করতে ভালো মানের ওয়াটার পিউরিফায়ার দরকার। এই ঈদে বিশুদ্ধ পানির জন্য কিনে ফেলুন ভালো মানের একটি ওয়াটার পিউরিফায়ার।

বিশুদ্ধ পানির অন্য নাম জীবন

বিশুদ্ধ পানির অন্য নাম জীবন। ফলে পান করতে হবে বিশুদ্ধ পানি। এটি আমাদের নাগরিক অধিকার। সাধারণত লাইন থেকে বাসার ট্যাংকে পানি আসে। তিন মাস পর পর ট্যাংক পরিষ্কার করার কথা থাকলেও তা করা হয় না। এ ছাড়া পানির যে প্রাকৃতিক উৎস, সেগুলোও বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির সঙ্গে নদী, পুকুর বা খাল আমাদের পানির মূল উৎস। সেগুলো আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি না। লেক বা খালের পানিতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ মিশে যাচ্ছে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে সুপেয় পানির প্রাকৃতিক উৎস। চাপ পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। সেই পানিও বিভিন্ন কারণে দূষিত হচ্ছে।

দিন শেষে বিশুদ্ধ পানি পান করার জন্য নির্ভর করতে হচ্ছে বিকল্প ব্যবস্থার ওপরই। সেই বিকল্প ব্যবস্থার একটি হলো ওয়াটার পিউরিফায়ার। আমাদের এই নগরজীবনে বিশুদ্ধ পানি পানের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই।

ছাঁকলেই পানি বিশুদ্ধ হয় না

শুধু পানি ছাঁকতে পারলেই তাকে ভালো ওয়াটার পিউরিফায়ার বলা যায় না। পানি ফোটালেই জীবাণু চলে যায় না; বরং এতে হিতে বিপরীতও হতে পারে। কারণ অনেক ধরনের রাসায়নিক ও বর্জ্য পদার্থ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। পানি ফোটানো হলে সেগুলোর পরিমাণ আরও বেড়ে যায়।

তার মানে, বিশুদ্ধ পানি পেতে ভালো মানের ওয়াটার পিউরিফায়ার দরকার। বর্তমানে যে ধরনের সমস্যা হচ্ছে, যেমন ডায়রিয়া, কলেরা ইত্যাদি সাধারণ মানের পিউরিফায়ার এসব সমস্যা সমাধান করবে না। ভালো মানের ওয়াটার পিউরিফায়ার পানিকে শুধু ছেঁকে নয়, কয়েকটি স্তরে বিশুদ্ধ করে।

যন্ত্রের রকমফের

আলট্রা ভায়োলেট প্রযুক্তিসমৃদ্ধ ইলেকট্রিক ও নন-ইলেকট্রিক এবং এই প্রযুক্তি ছাড়া বাজারে অনেক ওয়াটার পিউরিফায়ার পাওয়া যায়। কেনার সময় দেখে কিনতে হবে। পাওয়া যাবে ছয় স্তরবিশিষ্ট ওয়াটার পিউরিফায়ার। রিভার্স অসমোসিস ও আলট্রা ভায়োলেট প্রযুক্তিসহ ওয়াটার পিউরিফায়ারও পাওয়া যায় এখন বাজারে। এগুলো পানিকে অ্যাডভান্স লেভেলে বিশুদ্ধ করে, যাতে কোনো রকম জীবাণু না থাকে। এ ছাড়া ডিসপেনসার নামে আরও একটি ক্যাটাগরি আছে। সেটিতে ঠান্ডা ও গরম দুই ধরনের পানি পাওয়া যাবে।

লেখক: ব্র্যান্ড ম্যানেজার, ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার ও ভিশন ইলেকট্রনিকস, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত