Ajker Patrika

১১ সদস্যর নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৬
১১ সদস্যর নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা আইনজীবী সমিতির (বার)­ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেনসহ নির্বাহী কমিটির সাবেক ১১ সদস্যকে ৬ বছরের জন্য নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাজেটের হিসাববহির্ভূত ৬৯ লাখ টাকার অবকাঠামোগত কাজ ও গঠনতন্ত্র বহির্ভূত বিভিন্ন অনিয়মের জন্য তাঁদের এই শাস্তির আওতায় আনা হয়। গতকাল সোমবার দুপুরে আইনজীবী সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীদের একাংশ।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন (২) বলেন, গত বছরের ৩০ মে সমিতির সাধারণ সভায় ১৪১ জন আইনজীবী একটি অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রের বিষয় ছিল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজামের নেতৃত্বাধীন কমিটি বাজেট বহির্ভূতভাবে ৬৯ লাখ টাকা ব্যয়ে পানির ফোয়ারা, লিফট নির্মাণসহ ৫টি অতিরিক্ত কাজ করেছেন।

তিনি আরও বলেন, এ অভিযোগটির সত্যতা যাচাইয়ে ৬ দিনের আলাপ আলোচনার শেষদিন গতকাল সোমবার পর্যন্ত চলে। এদিন দুপুরে সাধারণ সভার সিদ্ধান্ত হয়- বাজেট বহির্ভূত কাজ যেহেতু গঠনতন্ত্র বিরোধী তাই তাঁদের ২ অভিযোগে তিন বছর ও তিন বছর করে মোট ৬ বছর নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আগামী ৬ বছর তাঁরা বারের কোনো ভোট করতে পারবেন না।

তবে আইনজীবী সমিতির এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরে আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে আইনজীবীদের একটি অংশ। আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তাঁরা। অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ আলম অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ।

এ বিষয়ে অ্যাডভোকেট শাহ আলম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক। অনিয়মের বিষয়ে তারা প্রমাণ দিতে পারছেন না। আসল বিষয় হলো, উন্নয়নের ৫টি কাজ বাজেটের মধ্যেই ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত