Ajker Patrika

উপজেলায় দুবার হার এবার ইউপি সদস্য পদে

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
উপজেলায় দুবার হার এবার ইউপি সদস্য পদে

নান্দাইলে বিগত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন সেলিম খান রিপন। ওই দুই নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এবার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড থেকে তিনি সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।

আগামী ৫ জানুয়ারি নান্দাইলের ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর মধ্যে ব্যতিক্রম দৃশ্যের দেখা মিলেছে চন্ডিপাশা ইউপির ১ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম খান আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

কুরাটি গ্রামের ভোটার আবুল কালাম আজাদ বলেন, ‘সেলিম খান রিপনকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এলাকার ভোটাররা অনুরোধ করেন।’

সেলিম খান বলেন, ‘আমার চাচা ইউপির সাবেক চেয়ারম্যান। আমিও দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এখন ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত