আবদুল আযীয কাসেমি
আরবের এক কবি শিশুদের দারুণ এক উপমায় তুলে এনেছেন। তিনি বলেন, ‘আমাদের শিশুরা মূলত আমাদের কলিজার টুকরো, যা মানুষের আকারে হেঁটে বেড়াচ্ছে পৃথিবীর বুকে।’ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক সচেতন মা-বাবাই কামনা করেন। সন্তানের শারীরিক বিকাশের ব্যাপারে তাঁরা যেমন যত্নবান থাকেন, মানসিক ও নৈতিক বিকাশের ব্যাপারেও তাঁরা সচেতন থাকেন। শিশুদের মন অত্যন্ত কোমল। তাই তাদের মনে যা-ই গেঁথে দেওয়া হয়, তা তাদের চিরকাল মনে থাকে। বলা হয়ে থাকে, যে অভ্যাস শৈশব থেকে যৌবন পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তা বার্ধক্যেও দূর করা যায় না। তাই সন্তানের শৈশবের শুরুতেই অভিভাবকদের উচিত তার নৈতিক জীবন গঠনে যত্নশীল হওয়া।
সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ। বাচ্চারা সাধারণত মিথ্যা বলে না। তবে বন্ধুদের মিথ্যা বলতে দেখলে সে প্রভাবিত হয় এবং মিথ্যা বলতে শেখে। মা-বাবার জন্য আবশ্যক হলো, সন্তানের সামনে কখনো মিথ্যা না বলা। যিনি শিশুদের শিক্ষক হবেন, তার জন্যও এ বিষয়ে পূর্ণ সচেতন থাকা আবশ্যক।
শিশুদের প্রহার করে কোনো কিছু শেখানো সম্ভব নয়; বরং ক্ষেত্রবিশেষে হিতে বিপরীত হয়। শিশুদের সঙ্গে আমরা যখনই কোনো ভুল করে ফেলব, আমাদের উচিত—তাদের কাছে দুঃখ প্রকাশ করা এবং ক্ষমা চাওয়া। এতে সে যেভাবে বিনয় শিখতে পারবে, তেমনি অর্জন করতে পারবে ক্ষমা করতে পারার যোগ্যতা। শিশু যদি কারও নামে বিচার দেয় এবং সে কাঁদতে থাকে, তখন যার নামে বিচার দেওয়া হয়েছে, তাকে তার সামনে শাস্তি দেওয়া ঠিক নয়; বরং শিশুকে সান্ত্বনা দিয়ে ক্ষমা করে দেওয়া উচিত।
শিশুরা সাধারণত অনেক কৃপণ হয়ে থাকে। তাদের পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা থাকে অনেক বেশি। তারা কোনো কিছুই হাতছাড়া করতে চায় না। এ জন্য অভিভাবকদের উচিত, তাদের হাত দিয়ে অসহায় মানুষদের সাহায্য করা। এমনকি তার ভাইবোন ও আত্মীয়স্বজনকে তার হাত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এতে তার স্বভাবে লুকিয়ে থাকা কার্পণ্য দূর হয়ে যাবে।
মনে রাখতে হবে, শিশুরা দেখেই বেশি শেখে। তাই আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন নৈতিকতা থাকবে, তারাও আমাদের থেকে সেটাই শিখবে। এ ছাড়া উৎসাহ পেলে শিশুরা কাজ করতে আগ্রহী হয়। তাই তাদের বিভিন্ন ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব। শিশুমনে শৈশবেই নৈতিকতার বীজ বুনতে পারলে আদর্শ মানুষ বানাতে তেমন বেগ পেতে হয় না।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আরবের এক কবি শিশুদের দারুণ এক উপমায় তুলে এনেছেন। তিনি বলেন, ‘আমাদের শিশুরা মূলত আমাদের কলিজার টুকরো, যা মানুষের আকারে হেঁটে বেড়াচ্ছে পৃথিবীর বুকে।’ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক সচেতন মা-বাবাই কামনা করেন। সন্তানের শারীরিক বিকাশের ব্যাপারে তাঁরা যেমন যত্নবান থাকেন, মানসিক ও নৈতিক বিকাশের ব্যাপারেও তাঁরা সচেতন থাকেন। শিশুদের মন অত্যন্ত কোমল। তাই তাদের মনে যা-ই গেঁথে দেওয়া হয়, তা তাদের চিরকাল মনে থাকে। বলা হয়ে থাকে, যে অভ্যাস শৈশব থেকে যৌবন পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তা বার্ধক্যেও দূর করা যায় না। তাই সন্তানের শৈশবের শুরুতেই অভিভাবকদের উচিত তার নৈতিক জীবন গঠনে যত্নশীল হওয়া।
সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ। বাচ্চারা সাধারণত মিথ্যা বলে না। তবে বন্ধুদের মিথ্যা বলতে দেখলে সে প্রভাবিত হয় এবং মিথ্যা বলতে শেখে। মা-বাবার জন্য আবশ্যক হলো, সন্তানের সামনে কখনো মিথ্যা না বলা। যিনি শিশুদের শিক্ষক হবেন, তার জন্যও এ বিষয়ে পূর্ণ সচেতন থাকা আবশ্যক।
শিশুদের প্রহার করে কোনো কিছু শেখানো সম্ভব নয়; বরং ক্ষেত্রবিশেষে হিতে বিপরীত হয়। শিশুদের সঙ্গে আমরা যখনই কোনো ভুল করে ফেলব, আমাদের উচিত—তাদের কাছে দুঃখ প্রকাশ করা এবং ক্ষমা চাওয়া। এতে সে যেভাবে বিনয় শিখতে পারবে, তেমনি অর্জন করতে পারবে ক্ষমা করতে পারার যোগ্যতা। শিশু যদি কারও নামে বিচার দেয় এবং সে কাঁদতে থাকে, তখন যার নামে বিচার দেওয়া হয়েছে, তাকে তার সামনে শাস্তি দেওয়া ঠিক নয়; বরং শিশুকে সান্ত্বনা দিয়ে ক্ষমা করে দেওয়া উচিত।
শিশুরা সাধারণত অনেক কৃপণ হয়ে থাকে। তাদের পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা থাকে অনেক বেশি। তারা কোনো কিছুই হাতছাড়া করতে চায় না। এ জন্য অভিভাবকদের উচিত, তাদের হাত দিয়ে অসহায় মানুষদের সাহায্য করা। এমনকি তার ভাইবোন ও আত্মীয়স্বজনকে তার হাত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এতে তার স্বভাবে লুকিয়ে থাকা কার্পণ্য দূর হয়ে যাবে।
মনে রাখতে হবে, শিশুরা দেখেই বেশি শেখে। তাই আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন নৈতিকতা থাকবে, তারাও আমাদের থেকে সেটাই শিখবে। এ ছাড়া উৎসাহ পেলে শিশুরা কাজ করতে আগ্রহী হয়। তাই তাদের বিভিন্ন ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব। শিশুমনে শৈশবেই নৈতিকতার বীজ বুনতে পারলে আদর্শ মানুষ বানাতে তেমন বেগ পেতে হয় না।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪